২০/০৭/২০২০ ইং , সময় – রাত -৯ – ০০ টা


একজন  কবির  কথা  । ।


প্রিয় কবি কবিতার পাগল
ভাব লিখে যান অনর্গল
আছে তাতে প্রেম , বিরহ , ভালবাসা
চরণে চরণে রোমাঞ্চে  ঠাসা
রয়েছে বলা জীবন বোধ , প্রকৃতি ও মানবতা
দরদে দরদে  ভরা দেশ প্রেমের কথা
কবিতায় মনের কথা-কল্প গাঁথে
শিল্পীর রং তুলিতে হৃদয়ের ভাষায় ছবি  আঁকে
ভাবনার রাশি আর অনুরাগে অন্তর বাঁকে
কবির মাথায় বর্ণিল শব্দেরা আছে ঝেঁকে ।


কবি সতত  স্বপনে থাকে বিভোর
রঙীন কল্পনায় নিশি রাত জেগে আসে ভোর
কবির কামনায় সবকিছু মোহনীয় , দীপ্তিমান , অমলিন
অন্ধকারে না হয় যেন আশার ঝুড়ি  বিলীন
কবির জীবন হবে প্রভাতের  রাঙা সূর্য
অন্যায় সব অবসানে বেজে উঠবে রণ তূর্য
কবির পথ বিন্যস্ত রবে ফুলে ফুলে সুসজ্জিত
দু’পাশে স্বপ্ন চারিণীদের পরশে নিমজ্জিত
কবির প্রাণে ভরপুর  বসন্তের বাগান
যেখানে ফুল , ফল , পাখির কলরব ও
মৌমাছির গুঞ্জরনে থাকে সাজান ।


কবি প্রত্যাশা –
একটি শোভাময় বৈষম্য হীন গতিশীল সমাজ
শান্তি-সুখের অবিচল প্রাণবন্ত নিবাস  
শিশু , কৈশর , যৌবনের দুর্নিবার  বিকাশ  
অবাধ মুক্ত  মেধা ও মননশীলতা  প্রকাশ
সাদা মেঘের ভেলায় বিধুর হাসির নীল আকাশ
সীসা মুক্ত সুবাস যুক্ত  নির্ভেজাল নিঃশ্বাসে অবনীর বাতাস
লাবণ্যময় মহী তে মানুষের বৈচিত্র পূর্ণ সৃষ্টির কারুকাজ
লোভ-লালসা , হিংসা-বিদ্বেষ , কপট-কৃত্রি্মতার  বিনাশ
জগতের মাঝে দেখতে না হয় যেন মানব সন্তানের সর্বনাশ  
সর্বোপরি , মাধবী লতায় জড়িয়ে থাকা
প্রেম –ভালবাসা-মমতায় সিক্ত  একটু অবকাশ ।


কবির হৃদে বাজে –
শিশুর পবিত্র হাসি
মায়ের নির্মল স্নেহ
দুখিনী মায়ের আহাজারি
বৃদ্ধা আশ্র্মের ঘণ্টার ধ্বনি
অনাথ-আশ্রয়হীনের দুখ
বঞ্চিত দের মলিন মুখ । ।


আজকের ক্ষুদ্র নিবেদন টি আমার অতি প্রিয় কবি এম, নাজমুল হাসানের ‘অকবি ‘ কবিতার মন্তব্যের
কলামে উদ্বুদ্ধ হয়ে লিখা হয়েছে  । তাই আজকের কবিতাটি সম্মানিত প্রিয় কবিকে উৎসর্গ  করলাম । ।
  
শরীফ নবাব হোসেন ।