তারিখ  ঃ  - ১৫/০৯/২০২২  ইং  ।


অক্ষয়   মঞ্জুল    মানবতা  ! !


(  আগামী কাল 15-09-2022  ইং  তারিখে  আন্তঃধর্মীয়  বন্ধু  সভার আয়োজন  - স্যাম্ব অফিস , দেওয়ানহাট , চট্টগ্রামের উদ্দেশ্য লেখা ।। )


  
ধর্মের মাঝে মানবতা
কর্মের গভীরে মানবতা
শিক্ষায় শোভাময় মানবতা
সু-সভ্যতার ভিত্তিমূলে মানবতা  !


যদি মানবতা হয় বিবর্জিত  , ভূলুণ্ঠিত
তবে কিসের ধর্ম কর্ম বর্ম
আচার-অনুষ্ঠান , শিক্ষা-সংস্কৃতি , সভ্যতা  ?
সবই নিরর্থক , অন্তঃসার শূন্য , অসারতা ।।


মানুষ হলেই বিকশিত হবে মানবতা
অমানুষের চরিত্র-আচরণ অমানবিকতা
মনুষ্যত্ব হীন মানুষ  ; তার আছে পশুত্ব তা
ধরায় তার জন্ম ই  সম্পূর্ণ বৃথা ?


মানবতায় --------------
নেই দেশ-কাল-পাত্রের ভেদাভেদ
নেই জাতি-ধর্ম-বর্ণ-রূপের প্রভেদ
মানবতায় নিহিত মায়া-মমতা , প্রেম-ভালোবাসা
সকল মানুষ একত্রে বাঁচার আশা  !


মানবতা হীন সমাজ  ;  তা তো নিতান্তই নরকের বাস  
অসভ্য , বর্বর , পিচাশের পরিপূরক
খোলসে মানব হলে কী হবে  ?
হৃদয়ে না জন্মে যদি মানবতার ধারক-বাহক  !


দুনিয়ায় --------------
সর্ব প্রকার শান্তির মূল আরাধ্য মানবতা
যাবতীয় অশান্তির হোতা মানবতা বর্জন
শান্তি , সমৃদ্ধি , ঐক্য-সাম্য , ন্যায়-নিষ্ঠ তথায়
যেথায় হৃদ-কাবায় উপস্থিত মঞ্জুল মানবতা  ! !  


শরীফ  নবাব  হোসেন  ।