১২/১১/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৬ – ০০  টা ।


আল কোরআনের মহিমা । ।


আল কোরআনের  বাণী
অক্ষয় , নিখুঁত ,  চিরন্তন
সত্যের আলোকে  উদ্ভাসিত
পূত , পবিত্র , সর্বশ্রেষ্ঠ দামী ।


আল কোরআনের আদর্শ
শাশ্বত সুশোভনের ভাবাদর্শ
অনন্ত , অসীম , পরিপূর্ণ
শান্তি , উত্থিতি ও উদ্ভাসের মতাদর্শ  ।


আল কোরআনের আকর্ষণ
কলুষতার নিত্য বিকর্ষণ
তমসার , কালি মার বিতাড়ন
সরল , পূণ্যময় , সঠিক সরণি র অন্বেষণ ।


আল কোরআনের আহবান
ন্যায় , নিষ্ঠা বান কর্মকে করে বেগবান
অন্যায় , অসত্যের চিরতরে তিরোধান
মনুষ্যত্বের উজ্জীবনে দীপ্তিমান ।


আল কোরআনের আলো
বিতাড়িত করে অন্তরের কালো
এর চর্চার  অনুভূতি প্রকৃষ্ট  ভালো
প্রাণে উত্থান ঘটায় মানবতার আলো !

আল কোরআনের  অমৃত ধারা
বয়ে আনে বেহেস্তের ঝর্ণা ধারা
মনে প্রশান্তির পাগল পারা
আসমানী কিতাবের অলৌকিক সুধা ধারা ।


আল কোরআনের অপার শিক্ষা
সকল পাপাচার মোচনের দীক্ষা
কমনীয় , শুভ্র চরিত্রের আলোকবর্তিকা
জাহেলিয়াতের অবসানের অনুপমেয় বার্তা ।

আল কোরআন শিক্ষা দিয়েছে
অধিকার , সাম্য ও  ন্যায় বিচারের কথা
যদি মানব জাতি মানতাম তা
ভুবনে বাঁধতো কী অশান্তির বাসা ?


এসো পাক কোরআনের অনুসরণে
আপন জীবন গড়ি
দুনিয়া ও আখেরাতে র মঙ্গলময়
সু্রম্য পথ রচি !


শরীফ নবাব  হোসেন । ।