১৬/০৫/২০২০, সময় – সকাল – ৯- ৩৬ মিনিট


আলাপন  ঃ   প্রকৃতি  ও  মানবজাতি  -  ০২  । ।


প্রকৃতি ও মানবজাতির
সৃষ্টি  ও বিকাশ এক সূত্রে গাঁথা ,
কারো ব্যতীত কেউ নয়
উচ্চ  আসনে পাতা ।
এরা একে-অন্যের সাথে
হৃদয় তাত্ত্বিক ও অঙ্গাংগি ভাবে জড়িত ,
একের কোন রকম ক্ষতি ও ধ্বংসে
অন্যজন ভোগে অশান্তিতে তাড়িত ।


প্রকৃতি  ঃ  বন্ধু মানবজাতি
অনেক দিন পর আবার কথা হলো , কেমন আছো  ?


মানবজাতি  ঃ  বন্ধু  প্রকৃতি
সবকিছু মিলিয়ে পৃথিবীর বিবর্তনে
পরিবেশের তড়িত পরিবর্তনে
ভালো থাকতে খাচ্ছি  হিমশিম  !


প্রকৃতি  ঃ  বন্ধু মানব
আমার সন্তানেরা , আমার নৈসর্গিক  উপাদানগুলো
তোমার  জীবন বিকাশে লাগে কাজে ,
এদেরকে বাঁচিয়ে রাখতে পারছো না
সঠিক - সুন্দর ব্যবহারের মাঝে ।


মানবজাতি  ঃ  বন্ধু প্রকৃতি
তোমার সন্তানদের সাথে
বিভিন্ন স্থানে কিছু
বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে ,
চেষ্টা  করছি ওরা যাতে থাকে অক্ষত ।


প্রকৃতি  ঃ   বন্ধু  মানব  
আমার সন্তান পাহাড়, তার সাথে গাছপালা  
তোমার লোকজন অবিরাম করছে ধবংস
কাজটা কী নয় মন্দ  বা বেমানান !


মানবজাতি  ঃ   বন্ধু  প্রকৃতি  
কিছু কিছু স্বার্থানেষী ও লোভী প্রকৃতির
মানুষ এ অসৎ কর্মগুলো করছে ,
আমরা অবিরত সেগুলোকে করছি রক্ষার চেষ্টা  ।  


প্রকৃতি  ঃ  বন্ধু  মানবজাতি
খাল, নদী , ঝর্ণাধারা , তোমাদের উপকারী সংগী
এ গুলোকে  নিত্য করছো ভরাট
আর পানি করছো প্রত্যহ দূষণ
এ সব বড় রকমের প্রকৃতিকে শোষণ ।


মানবজাতি  ঃ  বন্ধু  প্রকৃতি
     কিছু অসাধু লোকজন এ সব ক্ষতি করছে
   এগুলো বন্ধে প্রতিনিয়ত চলছে কাজ
   এসব ক্ষতিকর বন্ধে বদ্ধপরিকর আমরা আজ । ।


প্রকৃতি  ঃ  বন্ধু মানবজাতি
পশু-পাখি , জীব-জন্ত , সবুজ  বনায়ন
এ সম্পদগুলো তোমাদের লাগে কাজে,
তোমাদের  রূপ-সৌন্দর্য  করে বৃদ্ধি ,
এদের প্রজাতি নির্মূলে তোমার  লোকের
ধ্যান হয়েছে নিত্য অপরিহার্য  ।


মানবজাতি  ঃ  বন্ধু প্রকৃতি
তুমি  মন খারাপ করোনা
এদের  বাঁচাবার জন্য আমাদের আইন আছে যতেষ্ট
এসব রোধে আইন প্রয়োগে হয়েছি সচেষ্ট  ।


প্রকৃতি  ঃ  বন্ধু মানব
তোমার  জাতিরা বাতাস টাকেও করছে দূষণ
বিভিন্ন প্রযুক্তির  অপব্যবহারে ঢাকা , দিল্লীসহ
মহীর সব বড় শহরে কার্বনডাই অক্সাইড ও
বায়ু দূষণ গ্যাসের মাত্রা গেছে অনেক বেড়ে
এতে মানুষের নিঃশ্বাসে হচ্ছে মরণ , নিচ্ছে জীবন কেড়ে  ।


মানবজাতি  ঃ  বন্ধু  প্রকৃতি
বাতাস তো আমাদের বাঁচার নিত্য সাথী
যে কোন প্রযুক্তির ব্যবহারে
পরিবেশ বান্ধব করতে চলছে চেষ্টা  
হবে পরিবেশ রক্ষার নিয়ম মানতে বাধ্য করার প্রচেষ্টা  ।



প্রকৃতি  ঃ  বন্ধু মানবজাতি  
দেখছো , কয়েক বছর ধরে মানুষ
হালদা নদীর প্রিয় সন্তান ডলফিন করছে নিধন
এতে তোমাদের ম্লান হয় না আত্মার বদন !


মানবজাতি  ঃ  বন্ধু  প্রকৃতি
কিছু স্বার্থপর নিকৃষ্ট  পশু করছে এ গর্হিত  কাজ
এটা নিয়ে তোমাকে  আর করতে হবে না চিন্তা
এদের বিরুদ্ধে  পদক্ষেপ হয়েছে নেয়া
আমাদের ও আছে ডলফিন বিস্তারে চিন্তা ভাবনা ।


প্রকৃতি  ঃ   বন্ধু  মানবজাতি  
বলছো হয়তো নিবে অনেক ব্যবস্থা এদের সুরক্ষায়
দিচ্ছো মোরে  শান্তনা
কিন্ত কতটুকু যে পার যথার্থ  বাস্তবায়নে
সেই চিন্তায় হয় আমি আনমনা  । ।


মানবজাতি  ঃ  বন্ধু  প্রকৃতি
তুমি  আর আমি চলি সমন্তরাল  একসাথে
উভয়ের  হৃদের বন্ধন  সৃষ্টি  থেকেই চিরন্তন ,
তোমার  ক্ষতি ও ক্ষয় , আমাদেরি ক্ষয় ও ক্ষতি
তোমাকে অনন্ত  রক্ষা ছাড়া , মোদের নেই গতি ,
কিছু  লোভী , স্বার্থপর, হীন, দুষ্ট  মানুষ
আঘাত হানে তোমার  বুকে ,
তাদের অধম স্বার্থ  চরিতার্থ  রোধে
প্রকৃতির সন্তানদের বাঁচিয়ে  রাখতে চাই নিরাপদ ও সু্খে  । ।


শরীফ নবাব  হোসেন