১০/০৫/২০২০, সময় – সকাল – ১০- ১৫ মিনিট
আলাপন ঃ প্রকৃতি ও মানব জাতি – ০১ । ।
সমসাময়িক ঘটনা নিয়ে প্রকৃতি ও মানবজাতি
করেছে আন্তরিক আলাপন
যে যার মনের কথা
সন্তর্পনে করেছে নিবেদন ।
প্রকৃতি ঃ বন্ধু মানবজাতি
তোমাদের এত স্যাটেলাইট,
আধুনিক সব তথ্য-প্রযুক্তি ,
করোনা যে আসবে ধরায়
এটা কী জানতে পারনি ?
মানবজাতি ঃ বন্ধু প্রকৃতি
কিছুটা হয়তো পেরেছি করতে আঁচ
পুরোপুরি পারিনি
করোনা স্যাটেলাইটকেও দিয়েছে ফাঁকি সুকৌশলে ।
প্রকৃতি ঃ বন্ধু মানবজাতি
তোমরা মারার জন্য তোমাদের জাতি কে
করেছো তৈরী দ্রুত হাজার হাজার মারণাস্ত্র
কিন্ত, করোনার জন্য পারনি করতে তৈরী
ভ্যাকসিন নামক একটি অস্র ।
মানবজাতি ঃ বন্ধু প্রকৃতি
কাজ চলছে, সহসা করোনার প্রতিষেধক ভ্যাকসিন
হয়ে যাবে আবিষ্কার ।
প্রকৃতি ঃ বন্ধু মানবজাতি
এর মধ্যেই সারা বিশ্বে প্রায় তিন লাখ গেছে মারা
ভ্যাকসিন আসতে আসতে আরো মারা যাবে কতো
তা আল্লাহ ই জানেন ভালো তত ।
মানবজাতি ঃ আমরা অচিরেই হয়তো
মরণ ঘাতি করোনা কে
করতে পারবো ঘায়েল ।
প্রকৃতি ঃ বন্ধু মানব
আচ্ছা বন্ধু , কোভিট-১৯ কে দেখতে পার সিভিট খাওয়ায়ে
হয় কিনা বশ ?
মানাবজাতি ঃ নারে বন্ধু প্রকৃতি
সে সিভিট ও খাচ্ছে না, বশ ও হচ্ছে না !
প্রকৃতি ঃ আচ্ছা বন্ধু
এ যে সারা অবনীর মানুষ গুলোরে
করোনায় করেছে গৃহে বন্দী ,
পরিয়েছে মুখে মুখোশ,
এটা লজ্জার বিষয় নয় কী পুরুষ ?
মানবজাতি ঃ বন্ধু প্রকৃতি
মহামারী বলে একটা জিনিস তো আছে !
সাময়িক লজ্জা হইলে ও
উত্তরণ করিব তা আমরা
বলিষ্ঠ ভাবে ধরাধামের কাছে ।
প্রকৃতি ঃ বন্ধু মানবজাতি
করোনার ভ্যকসিন বের হতে হতে দেখবে
আরেকটা নতুন মরণ ব্যাধি এসে গেছে ,
তোমরা প্রযুক্তি তে অনেক সেরা , কিন্ত ,
এইডস সহ মরণ ব্যাধির প্রতিষেধক
বানাতে সময় লাগে অনেক বেশী ।
মানবজাতি ঃ বন্ধু প্রকৃতি
আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি ,
সমাধান হবে,
এ ব্যাপারে সৃষ্টিকর্তার ও তো ইশারা আছে !
প্রকৃতি ঃ বন্ধু মানব
তোমরা সৃষ্টিকর্তা ও প্রকৃতির ক্ষমতা এবং অপার
দানের কথা একেবারেই যাও ভুলে ,
বিপদে পরলে একটু করো মনে , তাই
মহান প্রভু ও তাঁর দয়া-ভালোবাসা নেন তুলে ।
মানবজাতি ঃ বন্ধু প্রকৃতি
প্রকৃতির ভারসাম্য ও আমরা করি নষ্ট
সৃষ্টিকর্তা কে আমরা মানি , আবার মানি না
স্বার্থ ঠিক রেখে মানি , স্বার্থের বিপরীত হলে আর মানি না ।
প্রকৃতি ঃ বন্ধু মানবজাতি
এর জন্য প্রকৃতি হন বিরাগভাজন
মহান সৃষ্টিকর্তা ও হন রুষ্ট
সময়ে সময়ে তোমরা পাও বেশ কষ্ট ।
মানবজাতি ঃ বন্ধু প্রকৃতি
তোমার কথাও ঠিক !
প্রকৃতি ও সৃষ্টিকর্তার নিয়ম-কানুন গুলো
দরকার মেনে চলা ,
তাতে বসুন্ধরা থাকবে অনেক বেশী
শান্ত , সুন্দর ও স্থিতিশীল ।
প্রকৃতি ঃ বন্ধু অনেক কথা বললাম, কিছু মনে করোনা,
দুনিয়ার মানবজাতি সার্বিক ভাবে সুস্থ ও সুখে থাক,
আবার দেখা হবে, বন্ধু । ।
মানবজাতি ঃ বন্ধু , তুমিও সবসময় ভাল থাক , দেখা হবে আবার । ।
শরীফ নবাব হোসেন ।।