তারিখ ঃ – ২৫/০১/২০২১ ইং  , সময় – সকাল – ৮-০০ টা ।


  আলোর   আলো  ।।


চাঁদের  আলো
ভানুর আলো
তারার আলো
দিন ময় আলো
মানুষের মন
কেন কঠিন , কেন কালো ?


চন্দ্রমা র আলোয়
পুলকে স্নান ,
সবিতার আলোয়
দিবসের গান ,
তারার মেলা
হরষে দেখি ,
তবু কেন নিজ কে
বিলিয়ে দিতে নাহি শিখি ?


নিশাকরের আলো স্নিগ্ধা
দিবাকর  আলো প্রখর
তারার বিভা ঝলমল
উদয়ের প্রভা রাঙা
বারিধির কিরণ টলমল
তবু কেন জান !
মানুষের আত্মা
নয় এত পরিমল ?


বাতাস বহে ঝিরঝির্
ঝর্ণাধারার গতি ফির ফির
বসন্তের অর্পণ সুরভি
পাখির মুখরিত কলতান
মানুষের নেই কেন
বন্ধনের মধুর ঐকতান ?


দুর্বা ঘাসের কোমলতা
মাঠের সবুজ শ্যামলতা
ফুলের অকৃত্রিম হাসি
প্রকৃতির মায়াবী রাশি
আমাদের অন্তরে
উঠে না কেন ভাসি ?


শরতের মুগ্ধতার আমেজ
হেমন্তের অপরূপে র আবেশ
দ্যুলোকের রংধনু র শোভনের আহবান
সলিলের অমিয় স্বচ্ছতা
মানব জীবনে  নেই কেন
ভালোবাসার  চিরন্তন গান ?


প্রকৃতির অবিরাম স্বার্থ হীন
প্রকৃত দান অবদানে ,
আমাদের কে  তার কোলে  বুকে
ঠাঁই দিয়ে লালন পালনে
ক্ষিতি তে বাঁচিয়ে রেখেছে ,
তা থেকে আমরা মানবজাতি
পারি না শিক্ষা নিতে !
পারি না অপরের তরে উদার হতে ?
  
শরীফ নবাব হোসেন ।