১৮/০২/২০২০


আলোয় আলোর ছড়া


আলোর আলো
লাগে ভালো
চাঁদের আলো
মিষ্টি  মধুর
হাসির আলো
নতুন  বধু্র
তারার আলো
মোহনীয় যাদুর ।


দিনমণির  আলো
বসুমতী  আলোকিত  
মোমের আলো
ভালোবাসায় পুলকিত
জীবনের আলো
মানুষকে জাগায়
প্রাণের আলো
মানুষকে আগায়
হৃদয়ের আলো
উন্মেষ ঘটায় ।


জ্ঞানের আলো
পরম মূল্যবান
পূণ্যের আলো
দু’জগতে মহীয়ান
শিক্ষার আলো
পারিজাত ভুবনে
কর্মের  আলো
সুখী করে আপনে
ধর্মের আলো
সুস্থ সমাজ জীবনে ।


আলোর প্রয়োজন
আছে সারা জীবন
আলোর অবসান
আত্মার সমাপন
বৈদ্যুতিক আলো
নিভে গেলে
ক্ষণিক হয় অন্ধকারময়
প্রাণের আলো
নিঃশেষ হলে
অন্ধকার সারা জগৎময় !


শরীফ নবাব হোসেন  ।