তারিখ  ঃ  - ০৬/১১/২০২২  ইং ।


অনির্বাণ  ভালোলাগা  ! !


ভালো লাগে -
নির্ভেজাল হাসি
উড়ন্ত পাখি
দেখলে কারো সুখ
প্রিয় জনের মুখ
বন্ধু সুলভ ভালো ব্যবহার
পল্লীর খাঁটি আহার
আত্মীয়-স্বজনের সান্নিধ্য
অনাবিল ভালোবাসায় মুগ্ধ
স্বার্থ হীন কর্ম-কাজ
বসন্তের অপরূপা সাজ
শিশুর মমতা-আদর
শুভ্র-সত্যের কদর । ।


চমৎকার লাগে -
নির্মল চরিত্র
মনটা পবিত্র
যা বলে----------
মন থেকে বলে
যা করে ----------
অন্তরের বাসনায় করে
হৃদয় থেকে ভালোবাসে
প্রসূন রমণীয় তায় হাসে
বিদ্যমান মনুষ্যত্ব আর মানবতা
যেখানে সত্য ও ন্যায়ের বার্তা
যেথায় অনুপস্থিত কৃত্রিমতা
পারিজাত কুঞ্জবনের নীরবতা  ! !


অনুপমে পছন্দ সতত –
মানুষের বিশুদ্ধতা
প্রকৃতির দানের সাম্যতা
হাত বাড়ানো সহযোগিতা
হাসি মুখে কাছে আসা
ললিত প্রত্যাশা
পূত-সুকান্তের চর্চা
সু-সভ্যতার পরিচর্যা
বাহুল্যতা নয় বাস্তবতা
নয় শুধু কথা
মানব কাজে ব্যস্ততা
আচরণে সততা , ভদ্রতা, নম্রতা
প্রকৃতি ও জীবনের নিবিড় পরিচর্যা । ।


শরীফ নবাব হোসেন ।