তারিখ  ঃ -–২৪-০৮-২০২২  ইং  ।


অনিয়ন্ত্রিত    বাজার    ব্যবস্থা   ? ?


ডিম আর মুরগির দাম
বাড়ছে সমান তালে
দখিনা হাওয়া তুলেছে পাল
সিণ্ডিকেট ব্যবসায়ী দের ভালে  ।


চিনি এখন নব্বই টাকা  
ক্রেতা দের পকেট ফাঁকা
আটা পঞ্চাশের উপর আরো পাঁচ
চালের  ঊর্ধ্ব বাজার তো সর্বনাশ  ! !


অন্যান্য জিনিসের দাম ও  
ধরা ছোঁয়ার বাইরে
জীবন চলার একটু ভরসা
কোথায় গেলে পাই রে-----------  ?


অর্ঘ বাড়ে যখন তখন
কমে না মোটেও সেরকম
একশ বাড়লে কমে দশ
ব্যবসায়ী দের গায়ে উঠে যশ  !


বাজার মূল্য ব্যবস্থাপনা কার দখলে
এটা মূলত সিণ্ডিকেটের বাণিজ্যের কবলে
দেশের কর্তা মশায় রা চেয়ে চেয়ে দেখে
সাধারণের কোমর  গেছে  ভেঙে ।



গাড়ি ভাড়া বৃদ্ধি করে ইচ্ছেমতো
মন চায় যার যতো
সব পণ্যের রজ্জু বেশী নিচ্ছে
গাড়ি ভাড়ার দোহাই দিচ্ছে  ।


যা ধর-পাকড় চলে লোক দেখানো  
কাজের কাজ হয়না কিছু
দাম বাড়া টা ঠিকই বাড়ে
অভাব-অনটনের গ্রাস নাহি ছাড়ে  ।।



বাজারের উপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ  
পরিপূর্ণ থাকা দরকার
নইলে অসাধু বণিক দের সিণ্ডিকেট
বাণিজ্য ব্যবস্থা কে করছে-করবে মেছাকার  ? ?


শরীফ  নবাব  হোসেন  ।