শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ান, চট্টগ্রাম ।

২৫/০৩/২০২০, সময় – ৪-৩০ মিনিট


অন্বেষণ  করি  কল্যাণের  পথ  !

যুগে যুগে কালে কালে
মানুষ হয় উশৃঙখল
হয়ে উঠে ভয়াল অসহিষ্ণু
ভাঙে প্রকৃতির চিরায়িত শৃঙ্খল
ভাঙে মহান আল্লাহতায়ালার শৃঙ্খল
মানে না জগতের বিধিবিধান
মানে না সভ্যতার নিধিনিদান
লিপ্ত হয় অত্যাচার অবিচারে
নির্যাতন নিপীড়নে
পাপাচারে ব্যভিচারে
ধবংস করে জীবন ও সমপদ
ভালো কিছু ঐ মানুষ দিয়ে অসম্ভব ।


এমন সময় নেমে আসে
পৃথিবীর উপর অভিশাপ
পরম সৃষ্টিকর্তা হয় ক্ষিপ্ত  
প্রকৃতির  রুপ হয় নির্লিপ্ত
আসে প্রাকৃতিক দুর্যোগ
আসে যুগে যুগে মহামারী
মানুষ করে সকরুণ আহাজারি
আসে মৃত্যুর ঢংকা
রোধ করতে পারে না
জীবন নাশের আশংকা
মানুষ হয়ে পরে চরম  অসহায়
কোথাও মিলে না ভরসা ও সহায় ।


তাই, মানবকে মানা প্রয়োজন
প্রকৃতির বিধি-বিধান
করতে হয় পরম করুণাময়ের সাথে
ভাবের আধ্যাত্মিক  আদান-প্রদান
স্বীকার করা লাগে মহা প্রভুর অবদান
অনুশীলন দরকার ধর্মীয় অনুশাসন
করা চাই শান্তির অন্বেষণ
জরুরী কর্ম  পরিবেশের পুনর্বাসন
রোধ করা চাই মর্তের বিদ্বেষ-হিংসা
করণীয় মানুষের কল্যাণকর মীমাংসা
প্রকৃতি,পরিবেশ,সভ্যতা ও সৃষ্টিকর্তা  
এ চারের সাথে হবে  মনোরম সমোঝোতা  !  


মানুষের প্রয়োজনে হবে মানুষ
বসুমতির কল্যাণের জন্য মানুষ
ধ্বংস করে দিতে হবে ভেতরের অমানুষ
তবেই উড়বে ধরাতে, শুভময় শান্তির ফানুস  !