তারিখ ঃ – ০৫/১১/২০২২  ইং ।


আপন গন্তব্য  ! !


যেখানে থাকি
যেখানে চলি
ভ্রমনে যায়
চাকরি করি
করি ব্যবসা-বাণিজ্য ,
মনটা আকুল থাকে
ব্যাকুল হয়ে উঠে
কখন আপন ঠিকানা
নিজ বাস গৃহে
বসত বাড়িতে ফিরে আসব ?
ফিরে আসতে পারলে
বড়ই প্রশান্তি
না আসা পর্যন্ত
মনে থাকে অশান্তি ।


এভাবে চলতে থাকে
আপন নিবাসের প্রতি
চিরন্তন মায়াময়
অন্তরের অনির্বাণ টান  ! !


কিন্তু জীবন খুবই সংক্ষিপ্ত
এখানে বেশী দিন
যায় না থাকা
চলে যেতেই হবে ।।
আবার , একবার নিলে বিদায়
ফিরে ও আসা যাবে না আর  !
পর পাড়ের জীবনটাই
আসল দীর্ঘস্থায়ী জীবন ।


ইহ জীবনে নিজ বাসস্থানে
বসাবাসের জন্য
কিছু পাথেয়
প্রয়োজন আছে বৈকি ?
সে রূপ অনন্ত কালের
জীবনের জন্যও
প্রভুর নির্দেশিত
সত্য-সরল পথে
ক্ষণস্থায়ী জীবনের তটে
কিছু পুণ্য পাথেয়
পূত-নির্মল কর্ম
নিয়ে তো যেতেই হবে ।।


শরীফ নবাব হোসেন ।