তারিখ ঃ - ০৫/০২/২০২১ , সময় – বিকাল -৩-৪০ মিনিট ।


আসবে  বসন্ত , রাঙাবে  প্রাণ !


বসন্ত আসবে
কোকিল ডাকবে
ফুলে ফুলে রাঙিবে
বৃক্ষ লতা সবুজে জাগিবে ।


পত্র-পল্লব হাসবে
আকাশে হবে মেঘ
বৃষ্টির ধারা  নামবে
মাটি সিক্ত  হবে ।


বসন্ত রঙীন শোভায় সাজবে
মৌমাছি ফুলে ফুলে ঘুরবে
পত্রগ রা তরু-শাখীয় উড়বে
মর্মর শুকনো পল্লব ঝরবে ।


কৃষ্ণচূড়ার রক্তিম রঙে
চারিপাশ রাঙাবে
শিমুলের শুভ্র তুষার
বাতাসে বেড়াবে ।


বিটপী র ডালে ডালে
ফলের গোটা ধরবে
আমের মুকুল পাবে শোভা
নদীতে ঢল বইবে ।

ঋতুরাজ আসে ধরায়
সেজে গুঁজে রূপবতী র
নববধূ , কিশোরী , তরুণী ,
সাজিয়েছে নবরূপে
মোহনীয় অপরূপে
উত্তাল যৌবনা তরঙ্গিণী ।


মধুকাল প্রকৃতির রাজকন্যা
ছড়িয়ে দেয় রঙের বন্যা
সৌন্দর্যের বাহারে অনন্যা ,
রাগ বাংলার ঋতু রাণী
অতুলনীয় করেছে তাকে
বিশ্বের শোভাময় ধ্যানী !


শরীফ নবাব হোসেন ।