০১/০৯/২০২০ ইং , সময় – ১০ -৩০ মিনিট ।


আশুরা  বা  ১০  মহররমের তাৎপর্য  । ।


মহান আল্লাহ তায়ালা সৃষ্টি  করেছেন এ দিনে    
আরশ , কুরসি , লওহ , কলম ,
আসমান ও জমিন  আর
আদম (আঃ) কে সৃষ্টি  করে রেখেছেন বেহেস্তে
এ দিনেই তাঁকে পাঠিয়েছেন দুনিয়ায়
নির্বাচিত  করেছেন সৃষ্টিকর্তার  প্রতিনিধি
দুনিয়াতে আদম – হাওয়ার হয়েছে মিলন
আরাফাতের ময়দানে তাও ১০ ম মহররম । ।


ইসলামের  ইতিহাসের এ  গৌরব উজ্জ্বল  দিনে –
ইউনুছ (আঃ) মাছের পেট থেকে  পান মুক্তি
আইয়ুব ( আঃ) এর কঠিন পীড়া থেকে আরোগ্য  লাভ
হজরত ঈসা (আঃ) কে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে  নেয়া
নুহ (আঃ) এর নৌকা ঝড় – তুফানের কবল থেকে মুক্তি  পাওয়া
মুসা (আঃ) ও তাঁর সাথীদের দরিয়ায় রাস্তা বানিয়ে
নিরাপদে পৌঁছে দেয়া ,
ফেরাউনকে তার সৈন্য বাহিনী সহ
নীল দরিয়ায় ডুবিয়ে ধ্বংস করা  ।


এ দিনেই আদম ও দাউদ (আঃ) তওবা হয় কবুল    
নমরূদের  অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় উদ্ধার পান
ইব্রাহীম (আঃ) তা  মহান রবের মেহেরবান ,
এ দিনেই কেয়ামত অনুষ্ঠিত হয়ে জগৎ হবে ধ্বংস প্রাপ্ত
এ দিনেই হয়েছিলো সমগ্র  জগৎ সৃষ্টি ।


এ দিনেই ঘটে কারবালার প্রান্তরে  সত্য ও ন্যায় প্রতিষ্ঠায়
ঐতিহাসিক মর্মন্তুদ শোকাবহ ঘটনা ,  
রসূল (সঃ) প্রিয় দৌহিত্র মর্যাদা বান  সাহাবী ইমাম হোসেন (রাঃ)
পরিবার-পরিজন ও সহচর সহ পান করেন শাহাদাতের পেয়ালা  ।
ইসলামের ইতিহাসে  এত সব গুরুত্বপূর্ণ  ঐতিহাসিক ঘটনা হয় সংঘটিত
তাই , মহররমের দশ তারিখ বা আশুরা চির অবিস্মরণীয় ও মহিমান্বিত । ।


শরীফ নবাব হোসেন ।