১১/১২/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৬-০০ টা ।


অশুভ   মননের   অসাধু   পাঁয়তারা  ।।


রগড়ে রগড়ে করো কর্ম
বগড় বগড় নয় ,
চরিত্র বানাও প্রসূনের মতো
অধম কাজে ক্ষয় ।


মনের অমা, কলুষ করো দূর
অন্তরে তোল মমতার সুর ,
সকল কাজে দরকার অনিন্দ্য
লোভে নয় কভু পরমানন্দ ।


স্বভাবে জ্বালো সত্যের দীপ্তি
তা হলে পাবে প্রাণে তৃপ্তি ,
অবৈধ সম্পদে নেই শান্তি
তাতে হারায় জীবনের তুষ্টি  ।


ছড়াতে হবে মানুষের ভালোবাসা
পারিজাতে বাঁধবে তথায় বাসা ,
কপটতায় নেই স্বস্তি , প্রশান্তি
ডেকে আনে সমাজে অশান্তি ।


দায়িত্ব পালন ই সুচারু অভ্যাস
চামচামিতে অমঙ্গলের বাস ,
চালবাজি , চাটু কারে কি থাকে গতি
তারা অনায়াসে করে দেশের ক্ষতি !


ঘুষ-দুর্নীতি , স্বজন প্রীতিতে
নষ্ট  হয় অন্যের সুখ ,
যার ন্যায্য প্রাপ্তি সে না পেয়ে
সুপ্রভ হয় প্রতারকের মুখ ।


ভুইপুর নেতা , পাতি  নেতারা লুটে পুটে খায়
অসহায় জনতার বুলি হায় হায় ,
সুযোগ সন্ধানী রা ক্ষমতাসীনের চাটে পা
অর্থ সম্পদের পাহাড়ে মারে ঘা ।


ছল-ছলচাতুরি , তোষামুদে থাকলে দক্ষতা
সহসা কামায় হাজার কোটি টাকা ,
পেশা গত যোগ্যতার নেই প্রয়োজন
যদি করতে পারে তৈল মাখার আয়োজন ?


উন্নয়নে বরাদ্দ হাজার কোটি টাকা
অফিসারের পকেট ভারী , জনগণ ফাঁকা ,
তালাস টিম ধরলে পরে
তাদের রক্ত লোচন ক্ষোভে বাঁকা !


দেশের অর্থ সম্পদ আত্মসাৎ করে ফের
তল্লসীতে তা করতে হবে বের ,
এসব পাতক নিকৃষ্ট দের জাতির নেই ক্ষমা
কু-আয় রাষ্ট্রীয় কোষাগারে করতে হবে জমা  ।।


শরীফ নবাব হোসেন ।