তারিখ ঃ – ১৮/০৪/২০১৯ ইং , সময় – রাত – ১০-০০ টা ।


আশ্রয়হীন ।


রাস্তার মানুষ আমি রাস্তায়  থাকি
জীবনের হিসেব-নিকেশ পরে থাকে বাকী
উপরে খোলা আকাশ
নিচে ধরার মাটি
রোদ , বৃষ্টি , ঝড় ,বজ্রপাত
মাথায় নিয়ে থাকি ।


আমার নেই কোন গন্তব্যের সীমারেখা  
যখন যা করি তা ই আমার পেশা
ঠিকানা  বিহীন পথিক আমি
পথে ঘাটে ঘুরাই আমার নেশা
আমি  ভবঘুরে , ভাসমান , ভ্রাম্যমাণ
আমার নেই কোন জাত-কূল , বংশ , মান-সম্মান ।


কেউ আমার নয়
কার বা আপন হই
রোগ , শোক , বালাই
আসে আর যায়
যেভাবেই দিন চলি
বাঁচি খোদার কৃপায় ।


কেহ করে দয়া    
কারো বা আবার তিরস্কার
আহার নিদ্রার নেইকো অবকাশ
ধরাতল ই আমার পরবাস
সুখ-শান্তির কামনা
সে তো সুদূর কল্পনা ।


চলতে চলতে একদিন
শেষ হবে দুর্দিন
থেমে  যাবে জীবন নদী
কেউ থাকবে না পাশে যদি
মিশে যাবো অজানায়
অনন্ত পথের ঠিকানায় । ।  

শরীফ নবাব  হোসেন , স্যাম্ব ,মীর বাড়ি , দেওয়ান হাট , চট্টগ্রাম ।