তারিখ ঃ – ২১-০৮-২০২১ ইং , সময় – ৯-৪২ মিনিট ।


আশুরার  আদর্শ ।।


আশুরার কাল জয়ী আদর্শ
গণতন্ত্রের দীক্ষার মতাদর্শ
অন্যায়ের বিরুদ্ধে রক্তে রাঙা প্রতিবাদ
কোরবানির মাধ্যমে অসীম আত্মত্যাগ ।


সত্যের জন্য জীবন দিয়ে লড়াই
বিন্দু পরিমাণ আপোষ নাই
দিয়ে গেছেন চিরন্তন শিক্ষা
প্রাণের বিনিময়ে আদর্শ রক্ষা ।


অন্যায়ের কাছে নয় মাথা নত
জীবন হোক বীরের মর্যাদায় গত
ঈমানের শক্তিতে অবিচল বলীয়ান্‌
একনায়কতন্ত্র  রোধে মরণ পণ সংগ্রাম ।


কারবালার  ঐতিহাসিক প্রান্তর
শহীদের পবিত্র রক্তের সাগর
চিরদিন থাকবে সমুজ্জ্বল
ন্যায় প্রতিষ্ঠায় আত্ম দানে ইতিহাসে অমর ।


আসমান থেকে জমিন
শোকে অনন্ত বিহ্বল
ইয়াজীদের ঘৃণ্য নিষ্ঠুরতা
মানব সভ্যতায় কলঙ্কে ধরাতল !


ইমাম হোসেন স্বৈরচার কে নেয়নি মেনে
মৃত্যু সন্নিকটে তা স্পষ্ট জেনে
এটা জগতে ভানু ভাতির জ্বলন্ত উদাহরণ
সত্যের সরণি তে অটল রবে হলেও মরণ ।


শরীফ নবাব হোসেন ।