১২/০৭/২০২০  ইং , বিকাল – ৪- ১২ মিনিট ।


- আত্মার নন্দিনী কে মোর চিঠি খানি  ! !


কবির নাম ঃ – শরীফ নবাব হোসেন  ।


প্রেয়সী - হৃদয়ের  তাজা রক্ত  গোলাপ – হে মোর নন্দিনী
তুমি  তো হওয়ার কথা ছিল আমার
অনন্ত জীবন সঙ্গিনী ।


তুমি  ছিলে আমার  স্বপ্নে  রাঙা  রাজকন্যা
তোমাতে  বিমোহিত , সিক্ত ছিল আমার উজাড় করা প্রাণ-মন
তুমিই আমার অবিনশ্বর  ভালোবাসার মহা সমুদ্রের বন্যা ।


কত আলপনা , কল্পনা , জল্পনা , ভাবনা , অনুভূতির আবেগ
তোমাকে ঘিরে আমার
নিজেকে হারিয়ে রিক্ত আমি মাঝে তোমার  !


তুমি  আমার আন্দোলিত হৃদয়ের উত্তাল ঢেউ
সীমাহীন প্রেমের অবিনাশী ঝড় তুলেছো সত্তায়
জানবে কী তা কেউ ?


নন্দিনী ! তুমি আমার হাজারো নন্দন কাননের
একটি মাত্র বিকশিত , প্রস্ফুটিত  ও সুবাসিত ফুল
কী করে ভু্লি তোমায় , তরী হারায় যদি ও কুল !


তোমার মাধবী হৃদয় টি যেন , আমার জীবনের স্বর্গ  
পাবো তোমায়  পিয়াসী চিত্তের  মাঝে , এ আশায় -------------
তৈরি করেছি তোমারি তরে আমার মানসলোকে , শত তাজ মহলের  অর্ঘ  ।


অপ্রতিম  প্রিয়তমা , তুমি বিহনে জীবন আমার তিমির জ্বালাময়                
  আকাশে , বাতাসে ছড়িয়ে দিলাম খোলা চিঠি তোমায় –
তোমাকে  হারিয়ে খুঁজেছি , শূন্য হিয়ায় সারা বিশ্বময় !  


শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ি , চট্টগ্রাম । ।