তারিখ ঃ -  ১ বৈশাখ , ১৪২৯  বঙ্গাব্দ ,  ১৪/০৪/২০২২ ইং , সময় ঃ  সকল – ৯-০০টা ।।


অভিবাদন ঃ  বাংলা  সমা – ১৪২৯  বঙ্গাব্দ ।।


আজ পহেলা  বৈশাখ
বাংলা  নববর্ষ
বছরের প্রথম দিন ,
পুরাতনের চির বিদায়
নূতনের শুভ আগমন
আনন্দ উদ্বেলিত প্রাণে
চলছে বর্ষ বরণ !


আগামী দিন কাটুক ভালো
দূর হোক পাপের কালো
শাণিত হোক –
ঘরে ঘরে ভালোবাসা
মানুষে মানুষে প্রীতি-মমতার বাসা
উড়বে তা ডানা মেলে
শান্তির ছায়া ফেলে ।


ঘৃণা , হিংসা-বিদ্বেষ , দানবতা , হানাহানি
সমুদ্রের অতলান্তে ডুবে যাক
মানুষের মনুষ্যত্ব , মূল্যবোধ , প্রেম
অসীম নীলিমায় মুক্তি পাক
ফল্গুধারায় মানবতা জেগে উঠুক  
হৃদয়ে হৃদয়ে সৌহার্দের ফুল ফুটুক ।


সব ব্যথা যাক মুছে
অন্তরের পঙ্কিলতা যাক ঘুচে
নব প্রজন্ম দেখুক একটি সুরম্য ভুবন
বহমান থাকুক প্রেম , ভালোবাসা , সাম্যতার পবন
গড়বো বসুমাতাকে স্বর্গের নীড়
শান্তির পায়রা গগনে করুক ভিড়  ! !


গত বছরে অনেকে ছিল
এখন তারা নেই
আমরা আছি বর্তমানে
থাকবো কী আগামী দিন ?
তাইতো যতদিন বাঁচি
দিতে হবে শোধ , বসুমতীর ঋণ !


এসেছে নবীন সন টা সবার
ফুল , ফল , পাখি , বসন্তের রূপ সবার  
সবাইকে ঠাঁই দেয় মেদিনীর বুকে
সব প্রাণী থাকে যেন মিলেমিশে সুখে
আমরা কেউ নয় অন্তে আমার
সবার মাঝে আমরা , সবাই সবার ।।


শরীফ নবাব  হোসেন ।