২৬/০৫/২০২০ , সময় – ৩-৫৫ মিনিট


বহু  মাত্রিক  কবি  নজরুল  । ।


নজরুল ছিলেন প্রেমের কবি
প্রেমের কবিতা , গান , গল্প , উপন্যাস
রচনা করেছে উজাড় করে ,
নিজেও ছিলেন সমুদ্র ও আকাশের মতো বিস্তৃত প্রেমিক ,
স্বার্থ  ছিল না কোন তাঁর প্রেমে ।


তিনি ছিলেন গানের রাজা
গান করেছেন কয়েক হাজার
গানে ভাসিয়েছেন হৃদ মাজার
প্রেম , বিরহ , সাম্য , বিদ্রোহ , মানবতা
দিয়ে গানগুলো চিরন্তন  আবেদন গাঁথা ।


দুরন্ত নজরুল সাম্য ও মানবতার কবি
মানুষের দুঃখ-দুর্দশা , অধিকার , আবেগ-অনুভূতি ,
আশা-আকাঙ্খা তাঁর কাব্যে বিমূর্ত  প্রতীক ,
সাম্য ও মানবতায় জীবন দর্শনে ব্রত অধিক ,  
অন্তরে ছিল যাঁর , শুধু  মানুষের প্রতিচ্ছবি ।


অন্তরাত্মায়  ছিল অসীম ধর্মীয় অনুভূতি
কবিতা , গজল , হামদ , নাত তাঁর সেরা সৃষ্টি
কীর্তন রচনায় ও ছিল না কমতি
ধর্মীয় চেতনায় সৃজন গুলো স্বকীয় তায় তাঁর
জাগরূক থাকবে রবির ন্যায় চিরকাল অবধি ।  
  
কবিতা , গানে, কর্মে , জাগরণে , প্রাণে
তিনি ছিলেন অনন্ত বিদ্রোহী ,
পরাধীনতার গ্লানিদায়ক শৃঙ্খল ভেঙে  
অন্যায় ,জেল-জুলুম , নির্যাতন না মেনে  
অসি ও মসীর আজীবন সংগ্রামে
চিনিয়ে আনেন স্বাধীনতার প্রদীপ্ত  ভাস্কর ।


প্র্তিবাদী কবি ছিলেন আমৃত্যু
বৈরী পরিবেশের সাথে বিপ্লবী যোদ্ধা ,
দুরন্ত , অশান্ত, দামাল ,  কোমল দরদী মন ,
দারিদ্রতার  সাথে লড়াকু , আপোষহীন ,
বাঁধা হীন , বহমান ঝরণা ধারার মতো দুর্দাম ,
উন্মত্ত , সৃজনা ও নব আন্দোলিত চেতনায়  উন্মুখ ।


তাঁর সৃষ্টি প্রেমের , আবার বিরহের
একদিকে ভাঙার , অন্যদিকে গড়ার
কাছে টানার , দূরে ঠেলে দেয়ার
প্রবল ভালোবাসার , বন্ধন  ছিন্নের মহড়ার
মায়া-মমতার , আবার বিদ্রোহ , রুদ্র-রণ মূর্তির  ! !
  
ভরা জ্যৈষ্ঠে  আগমন ধরায় বহুরূপী কবির
ফুল ও ফলের সমারোহ , পাখির কলতান
মার্তন্ডের প্রচণ্ড  তেজ , অম্বরে মেঘের গর্জন  
জলোচ্ছ্বাস , ঘূর্ণিঝড় , টাইফুনের বিধ্বংসী তাণ্ডব
এসব কিছুরই অভিব্যক্তি  কবির সাহিত্য ও কবিতায়  । ।


শরীফ নবাব হোসেন ।