তারিখ ঃ – ২৩-০৪-২০২২ ইং , সময় – সকাল ঃ ১০-৩০ মিনিট ।


ব্যক্তি   তুমি   এবং  তোমার   সত্ত্বগুণ  ! !  


তোমার চেয়ে -----------------
তোমার  সৃষ্ট শিল্পকর্ম
সৃজনশীল চেতনা
দৈনন্দিন সুচারু কাজ
অনন্য প্রতিভা
চরিত্র মাধুর্য
কথা বার্তা
চাল-চলন , মনন
ত্যাগ ও সেবার মনোভাব
সুপ্রভ সত্তা
অঙ্গ সৌষ্ঠব ও কমনীয়তা
ঢের অতুলনীয়  ! !  



  অপর দিকে এত সব –
গুণ ও অগ্রণী কর্মের চেয়ে
তুমি নিজেই
ব্যক্তি মানুষ টি
আপন উপস্থিতি
প্রভূত সেরা  !!


অর্থাৎ তুমি না
তোমার বিভাসিত সৃজন
প্রকৃষ্ট অবদান
কে বিস্তর চমৎকার !
তা নিয়ে চলে
আমার হিয়ার মাঝে
চিত্তের অসীম বৃত্তে
দ্বিধা-দ্বন্দ্ব , সংশয় ।
এটা তোমার
জাত স্বভাবের
রংধনু র সপ্তরাঙা
বিমোহিত করা কারিশমা !


মানুষের এরূপ -------------
বর্ণিল স্বভাব
কর্ম  প্রেরণা
আলোকসুন্দর চরিত্র
বিদ্যমান থাকা উচিত
বা বাঞ্ছনীয় ,
যদি আমরা –
সমাজ হিতৈষী
বাস উপযোগী
মানব বান্ধব
প্রকৃতি বান্ধব
মানুষ হই ?


( এখানে  ‘ তুমি ‘  রূপক অর্থে একজন মানুষকে বুঝানো হয়েছে ।)


শরীফ নবাব  হোসেন ।