বাংলাদেশ  আমার  মাতৃভূমি  ! !  
( ৩০০ তম নিবেদন ) ।।


জন্মেছি এ দেশে , বেড়েছি এ স্ব দেশে মায়ের কোলে
হেরিলে তার রূপ-সৌন্দর্য মমতায় চিত্ত ভোলে ।


                  বাংলাদেশ  ! !


বা – বাংলা অস্তিত্বের ভালোবাসা , প্রাণের সব আশা
হৃদয় আকাঙ্ক্ষার শুভ্র স্বপ্নের শাশ্বত ভরসা ।


ং –  অহংকার এ বাংলা মোর বিশ্বের সর্ব শ্রেষ্ঠ
প্রেম দিতে না পারলে মোরা হবো সৃষ্টির নিকৃষ্ট ।


লা – লাল রক্ত দিয়ে এনেছি প্রিয় মায়ের স্বাধীনতা
রক্ষা করবো  মান তাড়িয়ে দুর্নীতি , লোভ , দুরাশা ।


দে – দেশ মাতার কল্যাণে দেবো শ্রম , জান , মাল , মান
বিদেশে র কাছে স্বার্থ ত্যাগে করবো না অসম্মান ।


শ – শক্তিশালী করে গড়বো দেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে
অন্যায়ের  প্রতিবাদ করবো বুকে সাহস নিয়ে ।


আমার –  আমার কাছে তুমি মহৎ , তুমিই সেরা সুন্দর
জীবনের সব প্রাপ্তি তে ভরেছ মোদের অন্তর ।

মাতৃভূমি –
মা – মা মা ডাকবো তোমায় আপন করে জীবন ভরে
প্রয়োজনে তোমাকে দেবো জীবন উৎসর্গ করে ।


তৃ –  তৃষ্ণা মেটে না তোমার মাটি , আলো , বাতাস ব্যতীত
তুমি বিধাতার দান একমাত্র সম্পদ সতত ।


ভূ – ভূতলের চির স্বর্গ তুমি অতুলন অবিনাশী
তোমার সুখে বাঁচা মরা , থাকবো চিরকাল আছি ।


মি – মিশানো আছে আত্মা মোর সবুজ , কোমল নিসর্গে
সাজিয়ে রাখবো অপার মা তোমায় প্রীতির অর্ঘ্যে ।


জননীর হৃদে সতের কোটি মানুষের প্রত্যাশা
দুঃখ-কষ্ট , বিপদে আপদে তুমি দিবে ভালোবাসা ।


( এ স্বদেশ প্রেমের কবিতায় প্রতিটি পংক্তিতে ১৮ ( আঠার ) টি করে বর্ণ  আছে । )


শরীফ নবাব হোসেন ।