০৮/০২/২০২০, সময় – রাত – ১০-২৬ মিনিট


বাংলা  আমার  ভাষা ! !


আমার মাতা আমার ভাষা
এ যেন এক রুপকথা
হৃদয়পটে থাকে গাঁথা
নিঃশেষ হয় মনের ব্যাথা  
থাকে মায়ের আঁচল পাতা
এটি যেন মোর লিখার খাতা
মধু্র চেয়েও বেশী  মিষ্টি
মায়ের ভাষায় ঝরে বৃষ্টি
মায়ের ভাষায় স্বপ্ন  দেখি
আমি এখন চাঁদে  হাঁটি
আমার ভাষা দেশের মাটি
বিশ্বের মাঝে অতি খাঁটি
তোমার  আমার  ভালোবাসা
আমার মায়ের মুখের ভাষা
মা মা বলে ডাকি
বাংলা  ভাষায় ছবি  আঁকি
স্বপ্ন  দেখি জগৎ সেরা
বাংলা ভাষীকে রুখবে কারা
বাংলা মাটি বাংলা ভাষা
কোটি  মানুষের  প্রাণের  আশা !


শরীফ নবাব হোসেন  ।