তারিখ ঃ – ১৫-০৪-২০২২ ইং , সময় ঃ বিকাল – ৩-৪০ মিনিট ।


বাংলার    বৈশাখ  ।।


বাংলার বৈশাখ
বৈশাখে বাংলা
বাংলাকে বানায়
শত রূপ-রঙে রঙিলা ।
বৈশাখ কখনো -
বাংলার প্রেয়সী
কখনো ষোড়শী
কখনো অষ্টাদশী
কখনো বা অপরূপা মাধবী ।


বৈশাখ আসে কখনো
খরতাপে অগ্নিমূর্তি
তীব্র তাপদাহ
জ্বালিয়ে পুড়িয়ে করে ছাড় কার
শিখরী , পত্র-পল্লব , ফল-ফলাদি
শুকিয়ে হয় ফ্যাকাসে বিবর্ণ
মাটি তাম্র সম উত্তপ্ত শুকনো
যেন সমুদ্রের সমস্ত বারি শুষে নেবে  সে
বৈশাখের পুরো পরিবেশ রুক্ষ খর্‌খরে ।  



কোন সময় বৈশাখ নিয়ে আসে –
ঘূর্ণিঝড় , প্রবল অনল , জলোচ্ছ্বাস
অম্বুধি তে দশ নং মহা বিপদ সংকেত
অন্তরীক্ষে প্রচণ্ড গর্জনে বজ্রপাত
নীল অম্বর ঢেকে যায় গাঢ় কালো নীরদে
প্রলয়ংকরী ঝটিকায় লন্ডভন্ড করে ধ্বংস
মানুষজন , প্রাণী কুল , বসত বাড়ি    
গাছপালা , ক্ষেতের ফসল সারি সারি ।


এরপরও , বাংলার অধিবাসীর প্রত্যাশা –
বৈশাখ আসুক প্রতি বছর
নববর্ষের অধুনা বার্তা নিয়ে
আশা-আকাঙ্ক্ষা , উদ্দীপনায় , জাগরণে
রাঙিয়ে দিক চলমান জীবন ;
মেলা , পূজা-পার্বণ , হালখাতা , নৌকা বাইচ
নানা আয়োজনে , বাহারি সামগ্রী পণ্যে
ভাসিয়ে দিক গ্রাম বাংলা ও নাগরিক জনপদ  ! !


শরীফ নবাব  হোসেন ।