১৬/১১/২০২০ ইং , সময় – সকাল – ১০-০০ টা .


বসু্মাতার  ভাস্কর  হযরত  মুহাম্মদ  (সঃ)   ! !


নিত্য সত্যের অগ্রদূত  মহানবী (সঃ)
জগতের দীপ্তিমান আলো
দূর করেছেন মহীর কলুষতার কালো
ছিলেন শ্রেষ্ঠ  আমানত রক্ষাকারী
তাইতো তাঁকে বলা হত বিশ্বাসী বা আল আমীন
তিনিই হচ্ছেন সমগ্র বিশ্বের রহমতুল্লিল আলামীন । ।


রসূল (সঃ) অপরিসীম শান্তি ও সাম্যের দূত
ন্যায়-নীতি ও নিষ্ঠার কাণ্ডারী  
মর্তের  মানবতার অতন্দ্র প্রহরী
তাঁর আদৃতে সব মানুষই ছিলো , থাকবে  নিরাপদ
তাঁর  শিষ্টাচার , আচার-ব্যবহার ই ছিলো সবার নিরাপত্তা  দান
নবীর (সঃ) আদর্শ অনুসরণে নিঃশেষ হয় মহীর আপদ
নারীর অধিকার প্রদান ও রক্ষায় মহানবীই শ্রেষ্ঠ  পথ প্রদর্শক ।


নবী করীম (সঃ) চিরায়ত কল্যাণের অগ্রদূত
সুষম বন্টনের অগ্র পথিক
মানুষের ইহ কালীন  ও  পর কালীন মুক্তির সনদ প্রস্তুত কারী
সরল , সঠিক ও পূ্ণ্য রাহার দিশারী
ক্ষমা ও মহানুভব তার বাস্তব শিক্ষাদান কারী
সর্বাবস্থায় পরোপকারী ও সাহায্য কারী
আজীবন উত্তম দানশীলতা র অধিকারি । ।


তিনিই মানুষকে ভালোবাসার সর্বোত্তম মানসিকতার উদাহরণ  
কারো সাথে ছিলো না অন্তরের ব্যবধান
মনুষ্যত্ব ই নবীর (সঃ) জীবনে শ্রেষ্ঠ  সম্পদে অম্লান
সৃষ্টিকর্তার সৃষ্টি ই তাঁর কাছে নিতান্ত মূল্যবান
আল্লাহর সনদ প্রাপ্ত তিনিই উত্তম চরিত্রে  দেদীপ্যমান
বিশ্ব নবী (সঃ) ধরণীতে সু-আদর্শে  মহীয়ান
তাঁর অনুসৃত রাস্তায় আমরা হবো সু-সভ্যতায় বলীয়ান
তাঁর শ্রেষ্ঠতম পূত-পবিত্র চরিত্র ধারণে , অনুশীলনে  মেদিনী রচিবে কান্তিমান ! !


রসূল (সঃ) সেবার হাত ছিলো সুচারু প্রসারিত
আর কর্মকান্ডের  পরিধি অত্যুজ্জ্বল সু-বিস্তৃত
মুহাম্মদ (সঃ) জীবন চরিত দুজাহানের উজ্জ্বল ভাস্কর
ঐ জ্যোতিতে উদ্ভাসিত মানবাত্মা পরম অবিনশ্বর । ।
মানুষ যদি মহা নবীর (সঃ) আদর্শ  জীবন ও সমাজে করে বাস্তবায়ন
বসুধায় নেমে আসবে অনাবিল বেহেস্তের শান্তি-সুখের আগমন ।


শরীফ নবাব  হোসেন ।
( আজকের কবিতাটি আমার শ্রদ্ধেয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব এর –মরু ভাস্কর ( মহা নবী পর্ব ) কাব্য থেকে অনুপ্রাণিত হয়ে
লিখা ।  তাই আজকের ক্ষুদ্র প্রয়াস টুকু প্রিয় কবির সম্মানে নিবেদন করছি ।