১৪/০১/২০২০, সময় – বিকাল – ৫-০০ টা


ভবঘুরে


আমি ভবঘু্রে
খাই ঘুরে ফিরে
চলি উদ্দেশ্যহীন
নির্দিষ্ট  কাজকাম বিহীন ।
কখন কোথায় যায়
কোথায় থাকি
কে আপনজন, কে পর
তার হদিস নাহি রাখি ।


দুঃখ-ব্যথা যা আছে
সাথী করে নিই আপনার
নিজের কথা নিজে বলি
কিছুই নাহি ভাবনার ।


আমার  মনের কথা
শুনার কেহ নাই
প্রয়োজন থাকলে কিছু
আপন মনে গান গায় ।
ছিল অনেক আত্মীয়-স্বজন
বন্ধু-বান্ধব, ঘর বাড়ী
ভবঘুরে হবার পর
দেই সবকিছু ছাড়ি ।
সাথে এখন সম্বল মোর
আপনার প্রাণ-মন
সে যেদিকে নিয়ে যায়
চলি সে দিকে যখন তখন ।  


চিন্তা  করি না আমি
এক পরিশ্রান্ত মুসাফির পথিক
যেতে হবে দু’দিন পরে
অনন্ত  কালের পথের দিক  ।
এভাবে একদিন হবে
পথ চলার শেষ
মন পাখি উড়ে যাবে
দেহ খানি হবে নিথর নিঃশেষ ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী,