তারিখ ঃ – ১৮/০৪/২০২২ ইং , সময় ঃ রাত – ৭-১৫ মিনিট ।


বিবেকের   তারতম্য  !


এক আসমান
এক জমিন
স্রষ্টা  এক
সৃষ্টির সৌন্দর্য এক
তারতম্য কেবল মাত্র
সেটা মানুষের বিবেক  !


ধরিত্রীর সবকিছু চলে
যথা নিয়মে –
কীট-পতঙ্গ
পশু পাখি
জীব-জন্তু
জলজ প্রাণী
উদ্ভিদ-তরুলতা
এরা মানে
প্রকৃতির সুবিন্যস্ত নিয়ম ।


মানুষই শুধু বিবেক হীন
মনুষ্যত্ব হীন , স্বার্থপর
মানবতা বর্জিত
লোভী কাপুরুষ
আপন লাভে বিভোর
মনের মধ্যে পোষে চোর
পরের ক্ষতি করে হলেও
খোঁজে নিজের গতি
সুখের নেশায় বুঁদ
টালমাটালে উজবুক
এক কথায় যায় বলা
স্রষ্টা ও তাঁর সৃষ্টির প্রতি
বসিয়েছে চরম
অকৃতজ্ঞের মেলা  ! !


তাইতো বেড়েছে
মানব জীবনে অশান্তি
হতাশা অবিশ্বাস
কাড়াকাড়ি মারামারি
দ্বন্দ্ব হানাহানি
অতি লোভে  হাহাকার
সুখের নীড় ছাড় কার
দিগবিদিক কাণ্ডজ্ঞান শূন্য
মায়া-মমতার কর্পরে অরণ্য
ভালোবাসার হৃদয়ে এখন মরুভূমি
সে  তুমি  তাহারা নয় , কেবলি আমি
বন্ধন টা খুবই ঠুনকো
মানুষের মূল্য অতিশয় নগণ্য
অন্তরে অতি মাত্রায়
চাহিদার বসতি
ফলে কোথাও নেই
প্রশান্তির স্বস্তি  ?


শরীফ নবাব হোসেন ।