২৮/০৫/২০২০ , সময় –সকাল - ৯ – ৩০ মিনিট


বিচিত্র   নজরুল ,  বিচিত্র   সৃষ্টি   !


গান ও কবিতায় নজরুলের প্রেম
হৃদে জাগায় জোয়ার অনন্ত  ফ্রেম ।
তাঁর অজস্র মধুময় গান , প্রাণে তুলে বান
যতই শুনি স্বর্গীয়  মুগ্ধ তায় অনির্বাণ  ।
তিনি একাধারে গীতিকার , সু্রকার ও শিল্পী
গানের জগতে দিয়েছেন নান্দনিক আবেশের ফুলকি ।
তাঁর গান ও কাব্যে প্রেম , মিলন , বিরহ একাকার
অনুভূতির ছোঁয়ায় ফাগুনে ও অন্তর  দহনে নির্বিকার  ।


তিনি শিশুতোষ ছড়া , কবিতা , গল্পের রূপকার
মধুর পরশ তাতে পাচ্ছে শিশুরা  সহস্রবার ।
বিচিত্র কবির বৈচিত্র সব রূপ-কর্ম সৃষ্টি
সংস্পর্শে  তার জাগে শিহরণ অনুপ্রেরণার বৃষ্টি  ।
সাহিত্য নদীর বিস্তৃত  তীরে ভিরায়েছেন তরী
নিত্য-নতুন পসরা তে সাজিয়েছেন  চিত্ত উজাড় করি ।


কাব্য-সাহিত্যের  বাগানে ফুটিয়েছেন লক্ষ জাতের ফুল  
সেই ফুলের সুবাসে-সুদৃশ্যে ক্ষিতি হয়েছে ব্যাকুল ।
লিখনিতে তিনি সাম্য ও মানবতার সুর তোলেছেন চিরকাল
জাগরণে সতত উদ্বুদ্ধ লভিছে মানব , সমাজ , ভুবন , দেশ ও কাল ।
অশান্ত মনে অসি তে ও মসী তে চেয়েছেন শাশ্বত মানব কল্যাণ
নিজের সুখ-ভোগ-শান্তির কথা ভাবেনি কখনো এ মহা কবি প্রাণ । ।


যুগে যুগে , দেশে দেশে , কালের বিবর্তনে  প্রয়োজন
এরূপ  বিপ্লবী চেতনার কর্মবীর
যাঁরা সত্য , সুন্দর , ন্যায় ও কল্যাণে আলো ছড়িয়ে
ধ্যানে , জ্ঞানে বিশ্ব কে গড়বে তৈরী সুশীতল শান্তির ছায়া নীড়  । ।


শরীফ নবাব  হোসেন  ।