বিদায়   হজ্জের   ঐতিহাসিক   ভাষণ  ।।
( ২ য় পর্ব  )


ইচ্ছাকৃত হত্যার কিসাস
একশ দোর্রা
এর চেয়ে বেশী চাইলে
সে লোক হবে জাহেলী সম্প্রদায়ের !


মুমিন মুমিন ভাই ভাই -  
কোন মানুষের জন্য হালাল নয়
তার ভাইয়ের সম্পদ
তার মনের সন্তুষ্টি ব্যতীত ।


আমার পরে তোমরা
পুনরায়  হয়ে গিয়ে কাফির
নিও না
একে অপরের গর্দান ।।


তোমাদের প্রতি তোমাদের স্ত্রী দের আছে অধিকার
এবং
তোমাদের ও তাদের প্রতি আছে অধিকার ।
নারীরা থাকলে তোমাদের আনুগত্য
তাদের খোরপোশ দেয়া তোমাদের কর্তব্য
শুনে নাও নারীদের সাথে ভালো আচরণের আদেশ –
তোমরা তাদের গ্রহণ করেছ আল্লাহর আমানত স্বরূপ । ।
সুতরাং নারীদের ব্যাপারে আল্লাহ কর ভয়
গ্রহণ কর তাদের প্রতি কল্যাণের ওসিয়াত ।


আমি তোমাদের জন্য রেখে গেলাম  
দু’টি  পথ নির্দেশক- সম্পদ
আল্লাহর  কিতাব  
এবং  তাঁর  নবীর ( সঃ ) সুন্নাত
যা  থাকলে ধারণ করে
কিছুতেই  হবে না পথ হারা  ! !


শরীফ নবাব হোসেন ।