তারিখ  ঃ  - ২২  শ্রাবণ  ,  ১৪২৮  বঙ্গাব্দ  ।


৭  মহররম  ,  ১৪৪৪  হিজরী ।


06 -08 -  2022  ইং ।


বিশ্ব   কবির  বিশ্ব   প্রয়াণে
হৃদয়ের   শ্রদ্ধাঞ্জলি  ঃ


পাক ভারত উপমহাদেশে উদিত হল  
সাহিত্যের অনন্ত উজ্জ্বল রবি
সারা ভুবন ভাস্বর করে
হয়েছেন স প্রতিভার বিশ্ব কবি  ! !



কবির স্বর্ণাক্ষরে লিখা কবিতা  
বলে সর্ব মানুষের মনের কথা
সঞ্চারণ করে জ্ঞানের তৃষা
জাগায় প্রভার মঞ্জুল দিশা  ।



পীযূষ কবির সুললিত গান
প্রেম-ভালোবাসায় শিহরিত করে প্রাণ
তাঁর অজস্র জীবন্ত ছোট গল্প
জীবনকে গভীর নাড়া দেয় অল্প অল্প ।



কবির গানে বসে প্রাণের মেলা
তরঙ্গায়িত হয় প্রেমের খেলা
রোমাঞ্চিত ঢেউয়ে নাচে ভালোবাসা
কামনায় অনাবিল বাঁচার আশা  ।


কবির উপন্যাসের বিশাল সম্ভার
ঘাত-প্রতিঘাত , ভাঙা-গড়ায় সিক্ত অলংকার
তাঁর রচিত জীবনবোধের অনবদ্য নাটক
মৌ-সুখানন্দ আহরণ করেছে পাঠক  !



অমিয় কবির শিশুতোষ ছড়া-কবিতা
শিশুর চিত্তে জাগায় পুলকের সবিতা
চরণে চরণে অর্ভকরা হয় উজ্জীবিত
বিপিনের বিহগের মতো মুখরিত  ।।


তাঁর সৃষ্ট সহস্র মহাকাব্য
জীবন ঘনিষ্ঠ দর্শনের প্রাণবন্ত আদিত্য
কাব্য সৃষ্টি করেছে চলার নব-সুকান্ত ধারা
সুখ-দুঃখ , আশা-আকাঙ্ক্ষায় পাগলপারা  ।


জীবন কবির সমগ্র অক্ষয় সৃষ্টি কর্ম
শান্তি , সম্প্রীতি , সহমর্মিতা ও মানবতার বর্ম
শিক্ষা ও আদর্শ ছড়িয়েছে মর্মে মর্মে
সকল মানুষ এক আত্মার- মানব ধর্মে  ।


তিনি শাশ্বত রচনায় সাজাতে চেয়েছেন মহী কে  
প্রশান্তি , শোভাময় , উল্লাসের কাননে
আমরা গড়বো নিখুঁত মানবতার বসুমাতা
বিতাড়ন করে সমস্ত অনাচার , অমঙ্গলের জাঁতা  ।।


বাংলা সহ  বিশ্বের প্রিয় অভিনন্দিত কবিকে
আত্মার প্রতি হৃদয় নিঃসৃত ভালোবাসার শ্রদ্ধাঞ্জলী
স্মৃতির প্রতি অকুণ্ঠ চিত্তে বিলিয়ে  দিলাম
একগুচ্ছ  বাসন্তী  রাঙা  ফুলের অঞ্জলি  ! !


  
শরীফ  নবাব  হোসেন  ।