১৬/০১/২০২০, সময় – ১০-৩০ মিনিট


বিয়ে


বিয়ে একটি অতি প্রাচীন প্রথাসিদ্ধ আচার-অনুষ্ঠান
এক জোড়া মানব-মানবির দেহ-মনের মিলনের অনুপম সন্ধিক্ষণ
দুইটি হৃদয় হবে এক, তারই অবিচ্ছেদ্য অংশ
একে অপরকে কাছে পাবার সিক্ত  সু্খানুভূতি
হৃদয়ের কাছে টেনে পাবে পরম তৃপ্তি ।
বিয়ে চির জীবনের কামনা- বাসনার লালিত্য রূপ
ভালোবাসার সবশেষ পরিণতির জ্বলবে ধূপ
কপোত-কপোতি বাঁধবে সু্খের নীড়
তারকারা আলোর ঝলমলিয়ে করবে ভীড়
পূর্ণিমার চাঁদ তাদের বাসর রাঙিয়ে কপালে দেবে চুমু ।
  
আবেগের গহীনে  আসা একাত্মার ঝরণা ধারা  
দু’জনের আশা-আকাংখার নব জাগরণ
  বাগানে ফুটছে ফুল মৌমাছির আগমন      
কানে কানে প্রাণে প্রাণে বাজে মধু্র গুঞ্জন ।
উভয়ের দেহ-মন, প্রাণে  হবে উষ্ণ আলিঙ্গন  
মাধবী লতারা গভীর পরশে জড়িয়ে থাকবে তাদের প্রাঙ্গন
প্রজাপতিরা এসে আড্ডা জমায় নব-দম্পতির আঙিনায়
মিলনের বৃষ্টি  বহিবে এদের জীবন নদীর মোহনায় ।
কানায় কানায় ভরে উঠবে আদর সোহাগের সাগর
পত্র, পুষ্প, ফলে, সৌরভে  বিকশিত হবে দুই জীবন
প্রীতির বন্ধনে আবদ্ধ  থাকবে যতদিন না আসে মরণ
আলো-ছায়ায় ঘিরে খেলবে লু্কোচুরি আজীবন ।


বিয়ে একটি জৌলুসতায় ভরা সামাজিক অনুষ্ঠান
হাসি-আনন্দ, প্রীতি-উপহার, প্রীতিভোজে মেতে থাকে প্রাণ  
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আপনজন সবার ঘটে আগমন
বিয়েই হল আত্মায়  আত্মায় মিলনের সুশোভন সম্মিলন ।


শরীফ নবাব  হোসেন