১৪/ ০৪/২০২০
১ বৈশাখ,  ১৪২৭ বঙ্গাব্দ


বৈশাখ  এলো


বৈশাখ এলো বাংলায়
মাঠে মাঠে, হাটে হাটে
পথে প্রান্তরে, কৃষকের অন্তরে
আনন্দের  নব বার্তা  নিয়ে ।


বৈশাখ এলো বাংলায়
খড় রৌদ্র তাপ, মেঘে মেঘে গর্জন
প্রকৃতির বিচিত্র রূপ
কখনো বা ঝড়-ঝঞ্জা,ঝড়ো হাওয়া নিয়ে ।


বৈশাখ এলো বাংলায়
রকমারি সাজ সাজিয়ে
ঢাক ঢোল বাজিয়ে, আলপনা আঁকিয়ে
কল্পনা মিশিয়ে, নতুন শাড়ি পড়িয়ে ।



বৈশাখ এলো বাংলায়
বএিশ তরকারির পাঁচন
নানা রসালো ফলের সমাহার ও
বটগাছের ছায়ায় পান্তা-ইলিশ নিয়ে ।

বৈশাখ এলো বাংলায়
হাটবাজারে জাঁকজঁমক হালখাতা
পু্রাতন জঞ্জালের বিদায় আর
আগামী নতুনের আগমনী বার্তা  নিয়ে ।


বৈশাখ এলো বাংলায়
আনাচে কানাচে, জনপদে মেলার বৈচিত্রতা
বাহারি পণ্যের সাজসজ্জা
আবার মানুষে মানুষে হৃদ-সম্মিলনে ।


বৈশাখ এলো বাংলায়
বানর নাচ,পুতুল নাচ, নাগর দোলায় দোলা
সাপের খেলা, গানের আসর, নৃত্যের ঝংকার
ও হরেকরকম মনোহর ফুলের সুবাস নিয়ে ।


শরীফ নবাব হোসেন ।