তারিখ ঃ – ০৬/০৫/২০২২ ইং , সময় ঃ রাত – ৯-৩০ মিনিট ।


বৈশাখের   সজীবতা ।।


প্রতিটা গাছপালা , লতাপাতা , ঝোপঝাড়
আঁখি বিমোহিত , দর্শনে গাঢ় সবুজে সবুজ
থোকা থোকা বেগুনি জারুল ফুল
রূপের বাহারে আহা ! প্রাণ করে আকুল
ফুটেছে রক্তিম রঞ্জিত কৃষ্ণচূড়া
সে রাজকুমারী অপরূপা মনোহরা
এখানে সেখানে বিছানো ক্ষেতে জমিতে
ঘন সবুজ ঘাস- মনোরম তা দেখিতে ।


বসন্তদূত এখনো কুহু কুহু ডাকে  
ঐ সুরের রাজা বসে বিটপীর ফাঁকে
ব্যোমের গায়ে বিদ্যুতের ঝলকানি আর গর্জন
ভয়ে পথিকের গৃহের বাইরে আসা বর্জন
তটিনীতে প্রবল বেগে পাহাড়ী ঢল
বয়ে চলে নৃত্যের তালে কল কল
শাখীতে ঝুলছে নানা রঙের রসালো ফল
তা হেরে জিভে আসে পরিতৃপ্তির জল  ।


কখনো কাল মেঘ , কখনো বৃষ্টি , কখনো খরতাপে রোদ
এ হলো কাল বৈশাখীর নিত্য নব রূপ
সবখানে সরব পাখপাখালির মায়াবী কলরব
ঝরের তাণ্ডবে উড়ে যায় বিহগের  বাসা সব
বৈশাখের দূ্রন্ত পাগলা হাওয়া
মানুষজন , পশুপাখি সবাইকে করে ধাওয়া
ক্ষণে ক্ষণে বদলায় তার বিচিত্র রূপ
বৈচিত্র পূর্ণ নিসর্গে সাজিয়ে  দেয় বাংলার বুক  ! !


শরীফ নবাব হোসেন ।