১১/০৪/২০২০, সময় – বিকাল – ৪-০০ টা


বন্ধন


সৃষ্টির সবকিছুর সাথে বন্ধন  হবে চিরন্তন
যদি হয় হাল্কা তা কিসের বন্ধন
গাছের সাথে জড়িয়ে থাকে লতা
ডালে ডালে বিকশিত ধারায় পাতা
ডালে-শাখায় ধরে বাতি হয় ফল
বৃন্তে বৃন্তে  ফুটে সুবাশিত ফুল
গাছপালা দিচ্ছে চিরকাল সুশীতল বাতাস ও ছায়া
এতে জীব-জন্তু ও মানবের প্রশান্তিতে জুড়ায় মন-কায়া ।


ফাল্গুনে শোভা পায় আমের মুকুল
বৃক্ষলতা, গাছগাছালিতে  ভরপুর  নদীর দুকূল
বড় বড় বৃক্ষের গায়ে জন্মে অনেক ছোট গাছ
খাদ্য-পানি দিয়ে বাঁচিয়ে রাখে করে না বিনাশ ।


মুরগীর ডানার ভিতর লুকিয়ে রাখে ছানা
রোদ, বৃষ্টি, বিপদ থেকে রক্ষা করতে নেই মানা
কু্কুর, বিড়াল ছানাদের আদর-যত্নে রাখে বুকে
ছানারা বড় হয় তাতে পরম সু্খে
গরু, ছাগল, ভেড়া বাচ্ছাদের আগলে রেখে দেয় দুধ
তারা আনন্দে  বেড়ে উঠে পায় অনাবিল সুখ ।
পাখিরা ছানাদের আদরে বাসায়  মুখে এনে দেয় খাবার
পাখার মধ্যে রেখে নিরাপদে আড়াল করে সবার ।


মায়ের বুকে শিশু মমতায় গলা জড়িয়ে রাখে
মা ও শিশু দু’জনেই  আত্মার বাঁধনে অতি সুখে থাকে
মা-বাবা সন্তানকে দিয়ে যায় স্নেহ-মমতা জনম জনম
এ অকৃত্রিম ভালোবাসার কখনো হয় না ক্ষয়, হয় না মরণ ।  


আকাশের বুকে সজ্জিত থাকে কোটি তারা
ধরার মানুষকে আলো দিয়ে মুগ্ধ  পাগল পারা
গগন রেখেছে  মমতায় জড়িয়ে উজ্জল চাঁদ
স্নিগ্ধ  আলোয় পরিপূর্ণ করে ধরাতলের বাঁক ।
নদীর সাথে সাগরের বন্ধন আজীবন
জোয়ার-ভাটা চলে নদে যেমন চিরন্তন
যেখানে কানন, সেখানে কূজন, সেখানে  ঘ্রাণ, সেখানে ভ্রমর
এরা মিলেমিশে রয়েছে নিরলস প্রকৃতিতে অমর ।


পৃথিবীর সব সৃষ্টির মাঝে আছে চির নিবিড় বন্ধন
অশান্তির দহন শুরু হয় মর্তে, যখন বন্ধন হয়  খন্ডন ।    
মৃত্যুতে স্থায়ী বন্ধন  ছিঁড়ে যায়
কিন্তু, বেঁচে থাকতে মহীতে তা ছিঁড়ে, সে লজ্জা কী সে পায় ?


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম