২০/১০/২০২০ ইং , সময় – বেলা – ১০ – ৩০ মিনিট ।  
  
বন্ধুত্ব  ও  স্বার্থপরতা  !  


দুনিয়া টা বড়ই স্বার্থপর
চেনা যায় না সহজে
কে আপন কে পর ,
স্বার্থের টানে ছুটছে সবাই
পেছনে ফেলে সব
আত্মীয় , সখা , বোন-ভাই ।


বন্ধু শব্দটি এখন অন্ত  
অন্তরে নেই বন্ধুত্ব
স্বার্থের মায়াজালে ভরেছে অন্ধত্ব ,
লোক জন পার্থিব মোহে ব্যস্ত
মায়া-মমতার আদিত্য সন্ধ্যায় অস্ত
মহী কে মুঠোয় পেতে তটস্থ  ।


মানুষে মানুষে হৃদ্যতা
বিয়োগের পাতায় অবিরত
মরীচিকার পানে দুর্নিবার আকুলতা ,
কেউ কাউকে দেয় না সময়
সুখের পেছনে তাড়িত সব সময়
একে অপর কে বুঝার নেই তো সময় ।


তাইতো বন্ধু ও বন্ধুত্ব  শব্দ রা    
আছে নামান্তর
তাদের বাস্তবতা সতত শুভংকর ,
পরস্পরের কমছে নৈকট্য
দিন দিন বাড়ছে জীবনের একাকীত্ব  
বাড়ছে দূরত্ব , লুপ্ত হচ্ছে সখাত্ব ।


চাহিদার এমন কুহক মন্ত্রণা  
আত্মাকে দিচ্ছে যন্ত্রণা
জাগছে সম্পর্ক  বিচ্ছেদের প্রেরণা ,
স্বার্থ কে সামনে না এনে
বন্ধু হতে পারে ক’জনা
চাই , প্রাণের বিনি কিনি , বনিবনা !


বন্ধু ও বন্ধুত্ব  শুধু অন্তঃসার শূন্য  
অভিধানে র পাতায় পরে না থাক
মানব ইতিহাসে যথার্থ  মূল্য পাক ,
তাহলে ঘনীভূত হবে চিত্তের সম্পর্ক
বলা হবে বন্ধু তের গল্প
গড়বে ভালোবাসার রূপকল্প ।  


সখাত্বে কাটবে একাকীত্ব
বন্ধু তায় ঘুচবে নিঃসঙ্গ তা
মিতালি তে হবে বন্ধনের গীতালি ,
সুরের ঐকতানে বাঁধো স্বজন
মনেতে রাখো বন্ধু-প্রিয়জন
মিত্রতায় পরকে করো আপন ।


স্বার্থের  লোভে  ছিন্ন  করো না বন্ধুতা  
অন্তরঙ্গতার করো নিবিড়  পরিচর্যা
প্রশান্তি তে ভরবে মনুষ্য অন্তরাত্মা  । ।


( আজকের কবিতাটি আমার শ্রদ্ধেয়  প্রিয় কবি মার্শাল ইফতেখার আহমেদ এর
১৯-১০ ২০২০ ইং এর
‘’ বন্ধুত্ব ‘’
কবিতা পাঠে অনুপ্রাণিত হয়ে লিখা হয় । সুতরাং এ কবিতা টি প্রিয় কবির সম্মানে আজকের আসরে সবিনয়ে নিবেদন করলাম । )


শরীফ নবাব হোসেন । ।