২৫/০১/২০২০, সকাল – ৯-০০ টা


বর্ণমালার   ছড়া –  ০১


অ - দিয়ে- অলসতা করবো না  
প – দিয়ে - পড়ালেখা করবো মনযোগ দিয়ে
জ্ঞ - দিয়ে– জ্ঞান অর্জন হবে
ক - দিয়ে – কলম দিয়ে লিখবো
খ - দিয়ে– খাতায় বেশী অংক  কষবো
ব – দিয়ে – বইতে পড়া চর্চা  হবে
শ – দিয়ে – শিক্ষকের কথা শুনবো
গ – দিয়ে – গুরুজনকে মানবো
স – দিয়ে – সুন্দর ভাবে চলবো
ম – দিয়ে – মিথ্যা কথা ত্যাগ করবো
ম+ষ – দিয়ে – মানুষকে ভাল বাসবো
দ – দিয়ে – দেশের সেবা করবো
ধ – দিয়ে – ধন্য আমরা হবো
হ – দিয়ে – হাসিমুখে থাকবো
আ – দিয়ে – আমরা একসাথে চলবো ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহা