তারিখ : ১৫/৬/২০২০
সময়: সকাল ৯ টা
বর্ণবাদ
উৎসর্গ: সম্প্রতি আমেরিকায় পুলিশের গুলিতে নিহিত দুইজন কৃষ্ণাঙ্গ মানবের আত্মার প্রতি
বর্ণবাদ......
দুষ্টু চিন্তার কালো হাত
মানবতার উপর চরম আঘাত
মনুষত্বের সীমাহীন লঙ্ঘন
ছিন্ন হয় মানুষের বন্ধন।


দানবের কালো ছায়া,দানবতা
ভূলুণ্ঠিত চির শুভ্র মানবতা
শকুনের বিভৎস হিংস্র থাবা
দেখি রক্তাক্ত খুনের লাল আভা।


এটা আগ্রাসী দুষ্টু চক্র
বিভেদ সৃষ্টিতে রেখায় বক্র
ঘটে পশুত্বের নির্লজ্জ বিকাশ
অন্ধকারে নিমজ্জিত মেদিনীর আকাশ।


যারা করছে তারা হীন
নোংরা আত্মায় বাজায় বীণ
এরা সৃষ্টির কালো পাপাত্মা
আনে মানবকুলে ধ্বংস বার্তা।


সাদা-কালোয় করে বিভেদ
জানেনা রক্তের গঠন ও রঙ এক
আলো বাতাস আহার একই ধরনীর
সৃষ্টির রহস্যে ঘেরা সে ই ঘরনীর।


এরা চর্চা করে বর্ণবাদ
মন মস্তিস্কে কুলাঙ্গারের হাত
বর্ণবাদ ও বৈষম্যবাদের কালো ছায়া
পৃথিবীর জন্য জাহান্নামের অভিশাপ।


নিজ দেশে বর্ণবাদের হোতা
বহির্বিশ্বে বলে মানবতার কথা
তাদেরকে ধিক! ধিক! ধিক!
দ্বীমুখী বিষদাঁত বিশ্ববাসী ভেঙে দিক।


বর্ণবাদীরা মারে মরণ ছোবল,
কাড়ে জীবন্ত অকাল প্রাণ,
নেয় পরম আত্মতৃপ্তিতে
তাজা রক্তের ঘ্রাণ।


বর্ণবাদের ধরক বাহকেরা জগতকে দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুলি
মানুষকে নিয়ে খেলছে খেলা ডাঙগুলি
এরা যাক চিরতরে নিপাত
তাদের প্রতি রইল দুনিয়াবাসীর অভিসম্পাত।


শতাব্দীকাল ধরে বর্ণবাদের হিংস্রতায়
বলি হয়েছে যেসব নিস্পাপ প্রাণ
তাদেরকে জানাই অভিবাদন ও রক্তিম সালাম
অন্তরের অন্তস্তল থেকে অনন্ত সম্মান ।।


শরীফ নবাব হোসেন
(যার অনুপ্রেরণায় এই মানবতাবাদী কবিতার রচনা-
আমার অতি প্রিয় কবি মার্শাল ইফতেখার আহমেদের সম্মানে নিবেদন)