তারিখ ঃ – ২০/০৪/২০২২ ইং , সময় ঃ দুপুর – ১- ১৫ মিনিট ।


বোশেখী   ঝড়  ।।


বোশেখী ঝড়
ঝরা পাতা
ভাঙা ডালপালা
উপরে পড়া  মহীরুহ
ঝরে পড়ে কচি আমের গোটা
বৃষ্টি পড়ে ফোটা ফোটা
প্রকৃতিতে আসে প্রাণের সজীবতা ।


প্রবল দমকা বাতাস
যেন সমীরণে সব চুরমার করে
উড়ায়ে নিয়ে যায়
পথ ঘাটে পরে থাকে
এলোমেলো কত কি
মহা বিকট আওয়াজে বজ্রপাত
গুড়ুম গুড়ুম দ্রিম দ্রিম দ্রুম ।


দ্যুলোকে বিদ্যুতের ঝলকানি
ভয়ে কাঁপে বুক
ঘুমাতে লাগে সুখ
খুঁজি প্রেয়সীর মুখ
এভাবে চলে দুরন্ত বৈশাখের
মাতাল খেলা
এক এক দিন
এক এক বিচিত্র রূপে
আবির্ভাব  তার  !


শরীফ নবাব হোসেন ।