বসন্তের  কুহূতান


বসন্ত  তুমি  দিয়েছো হানা
নবরুপে হৃদয়ের দ্বারে
ফুলের অসীম সৌরভ নিয়ে,
বনে বনে ফুল, গাছে গাছে মৌমাছি
আকাশে চাঁদের হাসি
ভাসে মেঘ রাশি রাশি
পাখির কিচিরমিচির, কোকিলের কুহূতান
শুষ্ক বসুধাকে করেছো তুমি
শ্যামল, সবুজ  আর পত্র-পল্লবে শোভাদান ।  

মাঠে মাঠে লতায় পাতায় রঙের সমাবেশ
মনে জাগে অনন্ত ভাবনার তৃষা
বাসন্তীকে বরণের  আপ্লুত আবেশ ।
ফুলে ফলে সাজিয়ে উঠেছে ধরণী
প্রকৃতি  ভরেছে মিষ্টি  সুঘ্রাণে সমীরণ
দু’চোখ মেলে তাকালে জুড়ায় প্রাণ-মন ।
নব সাজে মধু্র রবে আসে বসন্ত
নিসর্গের অনিমেষ বর্ণিল শোভায়
অপরুপ সুন্দরের মিলন ঘটে চারিপাশে অফুরন্ত ।


ফাল্গুনের বসন্ত, রাঙায় বাংলাকে
পু্লকে দোলা দেয় হিয়াতে
চিত্তের বৃত্তে নাচে ললিত হিল্লোল
আনাচে কানাচে আমেজ-আবেশের খেলা
ফুল, ফল, পাখির  রুপ-বৈচিত্রের মেলা
তারুণ্যের অনুভূতিতে সাতিশয় সু্খের জ্বালা ।
রাঙা বসন্ত-ফাল্গুণে রাঙা মন
তারুণ্যের উচ্ছাসে ভরা যৌবন
হৃদয় আঙিনাটা যেন প্রস্ফূটিত মৌ-বন ।।


শরীফ নবাব হোসেন ।