তারিখ ঃ – ০৭-০৬-২০২১ ইং ,  সময় – বিকাল – ৪-০০ টা ।


বৃষ্টির   ছড়া  ।।


কালো মেঘের সৃষ্টি
অবিরাম বৃষ্টি
একটানা বৃষ্টি
লাগে ভারী মিষ্টি  ।


বের হলে যায় ভিজে  
পথিকেরা ছাতা খোঁজে
চারিদিকে কাদা –পানি
বসে কাটায় অলস মণি ।


ঘুমাতে ভালো লাগে
ঝিমুনিটা আসে আগে
ঝম্ ঝম্ বৃষ্টির রেশ
অলসতায় কাটে বেশ ।


বৃষ্টির পতন সুর
লাগে কানে সুমধুর
করতে গরম চা পান
তারপর মুখে পান ।


আনমনে বসে থাকি
ডাকে বর্ষার নানা পাখি
কোলা ব্যাঙের ডাকাডাকি
হৃদয়ে জড়ায় মাখি ।


বর্ষার মুখর দিনে
রবীন্দ্র-নজরুল গানে
সুধা ঢালে প্রাণে
মাঠ-ঘাট ভরে বানে ।


খালে বিলে মাছ ধরে
বর-বধূ নৌকায় চড়ে
বক মাছরাঙা শিকার করে
এ দৃশ্যে মন ভরে ।


অঝোর বর্ষার ভালোবাসা
প্রেয়সী কে পাবার আশা
অপেক্ষায় কাটে প্রহর
দোলাচলে দোলে মনের বহর ।।


শরীফ নবাব হোসেন ।