২৭ /০৫/ ২০২০ , সময় -১১ -১৫ মিনিট


বৃষ্টির   ছড়া


বৃষ্টি  পরে
টিনের চালে  
গাছে গাছে
ডালপালা দোলে ।
ঝমঝম ছমছম
আওয়াজ তুলে
ভাবুক হৃদয়
মনের কথা ভু্লে ।


বৃষ্টির সুর
সে কী মধুর !
বিদায় বেলাটা
বেদনায় বিদুর ।


একটানা বৃষ্টি
দেখতে মিষ্টি
কবির কল্পনায়
কবিতার সৃষ্টি  ।


বৃষ্টির তালে তালে
মনটা উতলে
প্রেমিকের পরশ
প্রেয়সীর গালে  ।


এমন সময় হৃদ
কাছে পেতে চায়
প্রিয়জনের সান্নিধ্যে
সুখানুভূতি  পায় ।


প্রবল বর্ষণ
মনেতে কর্ষন
অতীত স্মৃতিতে
বেড়ায় বিচরণ ।


এসময় চাল ভাজা  
সীমবীচি বুটভাজা
চিবাতে আর ভাবতে
লাগে  বেশ মজা !


কল্পনার দুরন্ত  ডানা  
ভেসে বেড়ায় মেঘে
যত আছে সুখস্মৃতি
মণিকোঠায় উঠে জেগে ।


জানালার পাশে বসে
হেরি বৃষ্টির রূপ
মনের জানালায় মারে
উঁকি নষ্টালজিয়ার সুখ  !


শরীফ নবাব হোসেন  । ।