২৭/০৬/২০২০ ইং , সময় -  রাত – ৯ – ৩৮ মিনিট


ছড়া


আষাঢ় – শ্রাবণ  । ।


আষাঢ়  শ্রাবণ
বৃষ্টির মহাজন
তামরে থৈ থৈ
খাল বিল নদী অথৈ ।


অবিরাম বৃষ্টি
আষাঢ়ের কৃষ্টি
কেড়েছে দৃষ্টি
সুর টা যে মিষ্টি  ।


অবসরে কাটাই
জীবনের নাটাই
আলসেমি তে ভরা
চিন্তায় মনমরা ।


অম্বুতে ভাসে
সর্দিতে কাশে
খোকা-খুকু হাসে
হাঁসা-হাঁসি নাচে ।


প্রবল বৃষ্টিতে
ছাতা নাহি মানে
পথ চলতে পা
কাদায় পিছু টানে ।


মাছ কুলে উঠে
ধরে বধূ কুটে
নৌকার পাল তুলে
হরষে সব ভুলে ।


গর্জন  মেঘে মেঘে
দম্পতি  মনের আবেগে
কাছে পাবার টানে
ভালোবাসার অসীম আহবানে !


প্রবল বর্ষণে
ভেসে যায় প্লাবনে
বিঘ্ন তা কাজ-কর্মে
স্থবিরতা জীবন-যাপনে ।


ঘন বরষায়
হৃদয় ভাসে বিমুগ্ধতায়
একাকী নির্জন
কাছে চায় আপনজন ।


আষাঢ়-শ্রাবণ
বৃষ্টি  ঝম্ ঝম্
আলো-আঁধারির খেলা
প্রাণে মিলন-বিরহের মেলা  । ।


শরীফ নবাব হোসেন ।