০৫/০৭/২০২০ ইং , সময় – বিকাল – ২ – ২৫ মিনিট ।


ছড়া – বিবেকের তাড়না  । ।


কাজ-কর্মের ভাবনা
বিবেকের তাড়না
বিবেক হবে অনাগত
থাকবে সদা জাগ্রত ।


অবৈধ কাজ-সাজ
বাধা দিবে বিবেক আজ  
বিবেকের সাক্ষী
সরল , শান্তির লক্ষ্মী  ।


মনের অশুভ কামনা
বিবেকের শত যাতনা
বিবেক যদি খাঁটাই
ঘুরবে সৎ কাজের নাটাই  ।


বিবেক চর্চায় শুদ্ধি  
উদয় হবে শুভবুদ্ধি
শুভ চিন্তার বিবেক
দূর করবে অসম আবেগ ।


বিবেক বান মানুষ
উড়া বে সত্যের ফানুস
বিবেকের আত্মা  
চিন্তা-কর্মে  মহাত্মা  ।


বিবেক বান জাতি
সভ্যতার মাপকাঠি
বিবেকের নির্বাসন
অসৎ-অসত্যের অপশাসন ।


দাঁড়িয়ে বিবেকের কাঠগড়ায়  
অসত্য কে মোরা ডরাই
বিবেক করবো জাগ্রত
নিত্য সত্যের পথে থাকবো ।


শিক্ষা অবিরত বিবেক ময়
সমাজ চলবে আলোকময়
বিবেকহীন শিক্ষা
অন্ধকার পথের দীক্ষা ।


বিবেক কে করবো জয়  
অপ-সুন্দরের চির পরাজয়
হৃদে , মাথায় নেবো বিবেকের বোঝা
সত্য ও সুন্দরের পরম পূজা  । ।


শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ী , দেওয়ানহাট , চট্টগ্রাম ।