তারিখ ঃ ১৪/০৩/২০২০, সময় – রাত – ১১-০০ টা


ছড়া


ছাদকৃষি


বাবুনি করেছে ছাদকৃষি
মুখে  থাকে  হাসি
আছে নানারকম গাছ
উপরে খোলা আকাশ ।


গাছেরা বাতাসে দোলে
খুশিতে মন ভুলে,
পাতা নড়ে, পাতা উড়ে
অলিরা ফুলে ফুলে ঘুরে ।


নানা রঙের ফুল
জুই, চামেলী, বকুল
রং-বেড়ংয়ের ফুল
ভরে উঠে হৃদয় মুকুল ।


বাহারি গাছ, লতাপাতা
আরো আছে পুদিনা পাতা
সবুজ কাঁচা লংকা
বাবুনি বাজায় ঢংকা ।


ছাদ হয়ে গেল
সবুজে সবুজে  ভরা
ফুলে  ও ফলে
হৃদয় পাগল করা ।


ছাদে আছে বাগান
শূ্ন্যের উপর সাজান
তার অসীম রূপে, বাবুনির
মন করে আনচান ।


বাগানে শোভা পাচ্ছে
সুস্বাদু ড্রাগন ফল
দেখে জিহ্বার
পানি করে টলমল।  


তাই না সে ছাদে বসে
ভাবে আপন মনে
প্রকৃতির সাথে মিতালি করে
থাকে গাছের সনে ।


শরীফ নবাব হোসেন ।