তারিখ ঃ – ১৯/০৩/২০২১ ইং ।


       ছড়া
ছোট্ট  সোনামণি ।  


ছোট্ট সোনামণি র
মিষ্টি  মধুর হাসি
কার লাগে না ভালো
জগৎ করে আলো ।


তার নেই হিংসা-বিদ্বেষ
লোভ লালসা
যশ খ্যাতির আশা
সে দিতে ও পেতে চাই ভালোবাসা ।  


নাহি তার পাপ
নাহি তার ক্লেশ
প্রাণে আনন্দের রেশ
আদর জুটে বেশ ।


খেলাধূলায় মেতে থাকে
সবাইকে ব্যস্ত রাখে
আহারের নেই খবর
সারা বাড়ি মাতায়  জবর ।


চায় না থাকতে বসে
মনে মনে অংকে কষে
শ্রান্তিহীন  দৌড়াদৌড়ি ছুটাছুটি
খুশিতে বেশ লুটোপুটি ।


ছোট্ট মণি মহারাজা
সবাই তার প্রজা
সকল কে করবে শাসন
দুষ্টুমিতে সারাক্ষণ ।


সে অতি দুরন্ত
ফুল  গুলো ফুটন্ত
পাখিরা উড়ন্ত
নাগরদোলা ঘুরন্ত ।  


গাড়িতে চড়লে বেজায়  খুশি
বেড়াতে চায় দিবানিশি
পাখির মতো উড়তে চায়
মনের ঠিকানা খুঁজে না পায় ।


সে সবার প্রিয়
সামাল দেয়া তাকে দূ্রহ
ইচ্ছা তার মনের মতো
পূরণে মত্ত যত তত  ।

শরীফ নবাব হোসেন ।