০৮/০৩/২০২০, সময় – বিকাল - ৩- ৩০ মিনিট


ছড়া


দেশের কথা


দেশের কথা বলবো
বিশ্ব জুড়ে
দেশের সু্খে হাসবো
হৃদয় ভরে ।


দেশের রুপ দেখবো
দু’চোখ মেলে
স্বপ্নে ও জাগরণে
অবিরত প্রাণপণে ।


দেশের মানুষকে ভালো বাসবো
পরান  উজাড় করে
দেশকে রক্ষা করবো
অকাতরে  মরে ।


দেশের আলো জ্বালবো
সারা জগৎময়
রুপ-মনোহর বিলিয়ে দিয়ে
হিয়া হবে আনন্দময় ।


দেশের গান গাইবো
চিত্ত পটে সুর তুলে
দেশের কাজ করবো
সব ভেদাভেদ ভু্লে ।

দেশের বাগানে ফুল ফোটাবো
হাজার রঙের মেলা বসিয়ে
দেশের মাটিতে ফুল ছড়াবো
মধুময় মমতার সৌরভ মাখিয়ে ।


দেশের ছবি আঁকবো
অন্তরাত্মার রং তুলি দিয়ে
দেশকে ছিনিয়ে দেব  ধরায়
অশেষ কর্ম-কোলাহল ছড়িয়ে ।  


দেশের সকল কারু-পণ্য
ফেরি করে বেড়াবো
দেশের গৌরব পতাকা
সমগ্র বসুধায় উড়াবো ।


দেশের ব্যথায় ব্যতীত হবো
অন্তঃকরণ দিয়ে
এ ব্যথা নিঃশেষ করবো
সবাই, ত্যাগের ভার নিয়ে  !


শরীফ নবাব হসেন ।