০৫/১২/২০১৯। সময় –ভোর -৬।০০ টা


ছড়া- ফুলের বাগান


বসুন্ধরায় ফুলের বাগান
হৃদয়ে জাগায় গান
ছড়ায় চারিদিক সুঘ্র্রাণ
মুখরিত পাখির কলতান
রঙীন ফুলের মেলা
পাখিরা করে খেলা
ফুলে ফুলে মৌমাছি উড়ে
মধু নিয়ে বেড়ায় ঘুড়ে ।


বাগানে ফুটে সহস্র ফুল
কিশোরির কানের দুল
ফুলগুলো দেয় দোল
তরুণীর খোঁপায় ফুল
ফুটে শত বাহারি ফুল
প্রাণে প্রাণে দেয় দোল ।


হেমন্তের শিশির ফুলে পরে
মুক্তার মতো ঝলমল করে
বাতাসে তারা দোল খায়
দেখে অনাবিল শান্তি পায় ।


আবার ঝরে আবার ফুটে
বাগানেতে ভেসে উঠে
ফুল সৃষ্টি কর্তার অপার দান
আনন্দেতে  ভরে প্রাণ
ফুলের মধু মিষ্টি
প্রকৃতির অকৃত্রিম সৃষ্টি
লতায় লতায় ফুটে ফুল
সবার কাছে প্রিয় মুকুল ।


পাঁপড়ির আবেশ মাখে গায়
সিক্ত করে ভালবাসায়
প্রেমিক-প্রেয়সীরা চুপিচুপি
অভিসারে ফুলের কাননে
হাত ধরে হাঁটে আনমনে
মন মাতিয়ে তুলে কূজনে ।
ফুলের রূপ-লাবণ্য অনন্ত
মায়া  জাগে অফুরন্ত ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী