০৪/০২/২০২০, ১-৫০ মিনিট


ছড়া -  জ্ঞানের   শক্তি   !


জ্ঞান দিয়ে করবো জয়
দূর করবো সকল  ভয়
জ্ঞানে পথ করে সুগম
তাতেই বেশী করো গমন ।


জ্ঞানের শক্তিই আসল শক্তি
মানে তা যথাযথ যুক্তি
বাহুবল নয়, অসীবল নয়
মসীবলই দিতে পারে মুক্তি ।


জ্ঞান দিয়ে করবো কাজ
বদলে যাবে মানব সমাজ
অসৎ জ্ঞানের অসৎ কাজ
পরিত্যাগে মাথায় তাজ ।


জ্ঞান চর্চায় অপার আনন্দ  
জ্ঞানহীন জীবন  অন্ধ
জ্ঞান বহির্ভূত কাজ
অত্যন্ত  জঘন্য ।


আছে যার সৎ জ্ঞান
করতে পারে না অন্যায়
অনুধাবন সে করতে পারে
কোনটা অন্যায় আর কোনটা ন্যায় ।


জ্ঞানে আছে মান-সম্মান
করতে পারে মানব  কল্যাণ
গ্লানি-কালিমা মুছে দিয়ে
জীবন করবে  অম্লান ।


জ্ঞানীর কলমের এক ফোঁড়  
বলবানের হাজার দৌঁড়
কপটতা-ছলচাতুরী নয়তো জ্ঞান
তারা হলো জগতে ভূঁইফোঁড়  ।


জ্ঞানের পরিধি বিশাল ও  মহৎ
এর মাঝে প্রস্ফূটিত হয় জগৎ
জ্ঞানী করে জ্ঞানের কাজ
সমৃদ্ধিতে ভরে যায় বিশ্ব-সমাজ ।


শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।