০৩/০৮/২০২০ ইং , সময় – রাত – ৯ -১৫ মিনিট


ছড়া    গরমের  তাণ্ডব । ।


তীব্র গরম
ঘর্মের  গন্ধে
লাগে শরম ,
হাঁটতে কষ্ট
পাচ্ছে বেজায় তেষ্ট
মাথাটা নষ্ট  ।


ভাঁড়ির মাথায়
দইয়ের হাঁড়ি
মন নেয়  হরি ,
হাঁকে আইচক্রিম ওয়ালা
ছোট রা সব ছুটে
হাতে নিয়ে পেয়ালা ।


গরমের তাণ্ডবে
ঘরে থাকা
নাহি যায় ,
গাছের বাতাসে
একটু স্বস্তি
যদি পায় ।


খোকা-খুকি রা নদীতে
দেয় অশান্ত  ঝাঁপ
খুশিতে বাপরে বাপ ,
অসহ্য তাপে ক্লান্ত
পথিক খুবই শ্রান্ত
হয়েছে দিকভ্রান্ত ।


গায়ে  কাপড়
রাখা যেন এক
ভীষণ বোঝা ,
পরিধান খুলে
বরফ জলে
শান্তি টাই খোঁজা ।


লবণ পানিতে ভিজে
সারা  শরীর , পোশাক
হয় স্যাঁতসেঁতে নষ্ট ,
কিছু যায় না করা
খাবার , ভ্রমন , কাজ
  দিলে পায় কষ্ট ।


খট্‌খটে ঘামে গরমে
এমন কঠিন সময়ে
মন থাকে অস্থির ,
কোথায় গেলে
পাবে মানুষ
সন্ধান টা সুস্থির । ।


শরীফ নবাব হোসেন ।