তারিখ ঃ – ২৮-০৩-২০১৮ ইং ।


ছড়া কবিতা


অলস ছেলে । ।


অলস ছেলে সে-ই
কর্ম  যেন নেই
হাতে সারাক্ষণ মোবাইল সেট
না খেলে ও ভরে পেট ।


সদা ব্যস্ত  নেটে
সময় চলে যায় কেটে
দুনিয়ার কিছুর ই নেই খবর
জীবন থেকে পেয়েছে যেন অবসর !


তারা আসে না কোন মানব কাজে
সময়টা কাটে বড়ই বাজে
হোক না সেটা অর্থহীন
থাকে অবিরত ভাব লেশ দ্ব্যর্থ হীন ।


সফলতার খবর নেই কিছু তার    
ফেসবুকে হয় দেখা যার
হয় না দেখা পাঠ্য বইয়ে
সেটে , নেটে , ইমুতে মন মজিয়ে ।


কখনো থাকে টানা ঘুমে
কাজের কথা নেইকো শুনে
পরীক্ষা আসে মাসে মাসে
নম্বরের পাতায় শূন্য থাকে ।


অলস দের ও কাটে দিন
সমাজে তাদের নেই কোন ঋণ
কেটে যাচ্ছে সময় মূল্যহীন
নিজেই হবে নিজের বোঝা একদিন !


নইলে সে আনমনে বসে আছে  
টিভি সেটের সামনে
কখন যে দিন গড়িয়ে রাত আসে
উদাস মন তার টের পাবে কেমনে ?


এ ভাবেই জীবনের মূল্যবান সময়গুলো
করিয়ে দিল পার
অবশেষে খুঁজে পাবে না কখনো
কর্ম ময়  সোনালী দিনগুলো  আর । ।  


শরীফ নবাব  হোসেন , স্যাম্ব ,মীর বাড়ি , দেওয়ান হাট , চট্টগ্রাম ।