২২/০৩/২০২০, সময় – বিকাল -২- ২০ মিনিট


ছড়া কবিতা


দুর্যোগে  লাভের  ব্যবসা  ?


দুর্যোগ তো দুর্যোগই
দুর্যোগে বাড়ে দুর্ভোগ
এতে বিপদের ঘনঘটা
কষ্টের পরিমাণ যা তা ।


করোনা রোগটি মহামারী
মানুষ করছে বাড়াবাড়ি
এর কারণে দুর্ভোগ
অসাধুরা করছে অতিভোগ ।


মানুষের মরণ যন্ত্রণা
করছে কেউ অর্থের কুমন্ত্রণা
মানুষ পরছে মরণ ফাঁদে
লোভীরা টাকার বস্তা বাঁধে ।


অসাধু ব্যবসায়ীরা এ ফাঁকে
করছে তাদের ব্যবসা
যতই পাচ্ছে
বাড়ছে লিপ্সা ।


মাস্ক, চাল, ডাল
সবকিছুর করেছে আকাল
কৃত্রিম সংকট তৈরী করে
পণ্যের দাম নিচ্ছে ধরে ।


যেখানে দেয়ার কথা
নিত্যপণ্য ন্যায্য মূল্যে
সেখানে লালসায় বাড়াচ্ছে
লাভের উপর তুল্যে ?


করার কথা সাহায্য
অথচ দামের আতিশয্য !


প্রয়োজন সুলভে
পণ্যের বিতরণ
উল্টো অসাধুরা ব্যস্ত
টাকায় টাকা আহরণ !


দেশে লাগছে মহামারী
মনটা লাভের কাড়াকাড়ি
সব মানুষের বিপদ
করছে কেহ সু্খানুভব ।


জনমনে অশান্তি
লোভীরা পাচ্ছে প্রশান্তি
দেশের যখন
চরম দুর্ভোগ
একটা শ্রেণি
টাকা কামিয়েই
আরাম আয়াশে
পাচ্ছে পরম সুখ !


এরা মানুষ রুপী পশু
বসু্মতির বসু
সুযোগ সন্ধানী পাপাচারী
সমাজের চোখে অবিচারী ?


গড়ছে অবৈধ টাকার পাহাড়
বাস্তবে সুখ নেই যাহার
দরকার এদের বিরুদ্ধে সোচ্চার
এসব পাষণ্ডরা বড়ই নচ্চার !


এরা দেশের অভিশপ্ত
এদের আত্মা  বেশ শক্ত
এরা শুধুই টাকার ভক্ত
অন্ধকার পথকে করেছে রপ্ত । ।


শরীফ নবাব হোসেন